ETV Bharat / state

Malda Gang Rape : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

author img

By

Published : Oct 7, 2021, 9:05 PM IST

রতুয়া-1 ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ঘটনাটি ঘটেছিল 10 সেপ্টেম্বর । কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ ।

nh 12 blocked by malda villagers to demand arrest gang rape accused
Malda Gang Rape : ছাত্রী গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

মালদা, 7 অক্টোবর : রতুয়ায় ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ ছড়িয়ে পড়ছে জেলার অন্যত্রও । প্রায় এক মাস হতে চললেও এই ঘটনায় অভিযুক্তরা ধরা না পড়ায় পুলিশের বিরুদ্ধে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে । বিষয়টি প্রশাসনের নজরে আনতে আজ গ্রাম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মালদা থানা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা । অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে আগামীতে এই আন্দোলন উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

রতুয়া-1 ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ঘটনাটি ঘটেছিল 10 সেপ্টেম্বর । গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই তিন যুবকের বিরুদ্ধে । ছাত্রীটি জানায়, সেদিন পাশের গ্রামের এক যুবক ও তাঁর দুই সঙ্গী রাস্তা থেকে জোর করে তাঁকে একটি চার-চাকার গাড়িতে তোলে । গাড়িতে তাকে জোর করে মাদক খাওয়ানো হয় । এরপর নেশাগ্রস্ত অবস্থায় সারাদিন ধরে তাকে তিনজনই ধর্ষণ করে ।

আরও পড়ুন : Bomb Blast: কালিয়াচকে জ্বালানির কাঠ সংগ্রহে গিয়ে মজুত বোমা বিস্ফোরণ, আহত দুই কিশোর

নির্যাতিতার দাবি, সেদিন বিকেলে গ্রামের একটি মসজিদের কাছে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় ওই তিনজন । কোনওরকমে বাড়ি ফিরে সে সব ঘটনা মাকে খুলে বলে । সেই সময় তার বাবা বিহারে পৈতৃক বাড়িতে ছিলেন । খবর পেয়ে তিনি গ্রামে ফিরে গোটা ঘটনা গ্রামের মাতব্বরদের জানান ।

এনিয়ে গ্রামে সালিশির আয়োজন করা হয় । কিন্তু অভিযুক্তরা কেউ সেই সভায় না আসায় নির্যাতিতা ছাত্রী রতুয়া থানায় অভিযোগ দায়ের করে । আদালতে গোপন জবানবন্দিও দেয় সে । কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ ।

অভিযোগ, অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তাদের পুলিশ গ্রেফতার করছে না । এনিয়ে আগে এলাকাতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । কিন্তু তারপরেও পুলিশ নাকি অভিযুক্তদের খোঁজ পায়নি ।

আরও পড়ুন : Police-TMC Clash : তৃণমূলের প্রধান গঠনের বিজয় মিছিলে ধুন্ধুমার কালিয়াচকে, শূন্যে গুলি চালাল পুলিশ

প্রথমবার গ্রামবাসীদের পথ অবরোধ ও বিক্ষোভের পর খোদ পুলিশ সুপার জানিয়েছিলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে । নির্যাতিতার বাড়ি গিয়ে একই আশ্বাস দেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি-সহ শাসকদলের নেতা-নেত্রীরা । কিন্তু এখনও পর্যন্ত তিনজনের কেউ ধরা পড়েনি । এনিয়ে প্রথম থেকেই অভিযোগে সরব হয়েছিল বিজেপি ।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ পুরাতন মালদার নারায়ণপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ওই ছাত্রীর গ্রামের লোকজন । প্রায় এক ঘণ্টা ধরে চলে সড়ক অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ । অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন পুলিশ অফিসাররা । শেষ পর্যন্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির আশ্বাস পেয়ে আজকের মতো অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ।

আরও পড়ুন : Drug and Fake Currency : গাড়ির ড্যাশবোর্ড জালনোট, সাউন্ড সিস্টেমে মাদক; মালদায় গ্রেফতার 3

এক অবরোধকারী সুশীলা মণ্ডল বলেন, “ঘটনার পর থেকে আমরা সবাই আতঙ্কে রয়েছি । আমাদের ঘরেও মেয়ে রয়েছে । ভয়ে তাদের বাইরে বেরোতে দিচ্ছি না । তাদের পড়াশোনা লাটে উঠেছে । অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এর আগেও আমরা আন্দোলন করেছি । কাজ হয়নি । তাই একই দাবিতে আজ আমরা জাতীয় সড়ক অবরোধ করেছি । আমরা অভিযুক্তদের ফাঁসি চাই ।”

অবরোধস্থলে উপস্থিত জহর পাণ্ডে বলেন, “পুলিশ আজ আমাদের লিখিত জানিয়েছে, আগামী সাতদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে । তা না হলে আমরা উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে নামব । গোটা উত্তরবঙ্গ স্তব্ধ করে দেওয়া হবে ।”

আরও পড়ুন : Malda Gang Rape : মালদায় নির্যাতিতার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল, পাশে থাকার আশ্বাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.