ETV Bharat / state

বারাসতে কোরোনায় মৃত্যু বৃদ্ধের

author img

By

Published : Aug 2, 2020, 10:13 AM IST

Barasat
বারাসত পৌরসভা

বারাসতে কোরোনা আক্রান্ত 60 বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হল ৷ এই নিয়ে বারাসতে কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যু হল 18 জনের ৷

বারাসত, 2 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে বারাসতে মৃত্যু হল আরও একজনের ৷ 60 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয় ৷ এনিয়ে বারাসতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 18 ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পৌরসভার তরফে ৷ পরিস্থিতির উপর নজর রাখছেন স্বাস্থ্য বিভাগের কর্তারা ৷

এদিকে গতকাল বারাসত পৌরসভা এলাকায় নতুন করে 6 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 297 জন ৷ যার মধ্যে সুস্থ হয়েছেন 141 ৷ পৌরসভা সূত্রে খবর, ওই বৃদ্ধ কেরালার বাসিন্দা ৷ কর্মসূত্রে তিনি বারাসত পৌরসভা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ কয়েকদিন আগেই তাঁর জ্বর, সর্দি ও কাশির সমস্যা শুরু হয় ৷ কোরোনার উপসর্গ থাকায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ 11 জুলাই সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর ওই বৃদ্ধকে বারাসতের কদম্বগাছি কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে M R বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

অপরদিকে, আংশিক ও সম্পূর্ণ লকডাউন করেও সংক্রমণে লাগাম টানা না যাওয়ায় চিন্তা বাড়ছে পৌর কর্তৃপক্ষের ৷ পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও প্রাক্তন উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সবরকমের উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ এক্ষেত্রে মানুষের সহযোগিতা একান্ত জরুরি ৷ মানুষ যদি একটু সচেতন ও সতর্ক হয় তাহলেই সংক্রমণে লাগাম টানা যাবে ৷ আশা করছি, আমরা সেই কাজে সফল হতে পারব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.