ETV Bharat / state

Nursing Student Body Recovered: ঘর থেকে নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

author img

By

Published : Nov 27, 2022, 5:29 PM IST

সকাল থেকে নিখোঁজ ছিলেন ছাত্র ৷ পরে খাটের নিচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে (Nursing Student Body Recovered) ৷ মৃত ছাত্রের নাম উদ্ভব সরকার ৷

Nursing Student Body Recovered
Nursing Student Body Recovered

অশোকনগর, 27 নভেম্বর: প্রথম বর্ষের এক নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । রবিবার দুপুরে উত্তর 24 পরগনার অশোকনগর কচুয়া বিনয় পাড়া এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ । ওই পড়ুয়ার নাম উদ্ভব সরকার (21)। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । উদ্ভব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা । অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়া তিনি । অশোকনগরে ঘর ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে থাকতেন উদ্ভব ।

জানা গিয়েছে, মাস দেড়েক আগে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নার্সিং পড়তে আসেন উদ্ভব । পড়াশোনার সুবাদে হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় সুধাংশু সমাদ্দারের বাড়িতে চার বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি । বাড়ির মালিক বলেন, "কিছুদিন আগে চারজনের মধ্যে দু'জন বাড়িতে চলে যান । পরবর্তীতে ওই ঘরে উদ্ভব ও তাঁর বন্ধু বিক্রম সরকার ছিলেন ।" তিনি আরও বলেন, "আজ সকালে বিক্রম দাদার বিয়ের কথা বলে বাইরের দিক দিয়ে ঘর তালা বন্ধ করে বেরিয়ে যান ।"

এদিন সকাল থেকে উদ্ভবের সহপাঠীরা তাঁর কোনও খবর না-পেয়ে খোঁজ শুরু করেন । পরবর্তীতে ঘরের মালিক ও সহপাঠীরা ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে গিয়ে দেখতে পান খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উদ্ভব (Nursing Student Body Recovered from rented room) । খবর দেওয়া হয় অশোকনগর থানায় ৷ পুলিশ গিয়ে উদ্ভবকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে ।

ঘর থেকে নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধার

আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রৌঢ়ের পচাগলা দেহ

তৃতীয় বর্ষের এক পড়ুয়া বলেন, "উদ্ভবের গলার নলিকাটা রয়েছে এবং মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে ।" তবে উদ্ভবের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বাকি পড়ুয়ারা । মৃত উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। প্রথম বর্ষের নার্সিং পড়ুয়া উদ্ভবের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য নার্সিং পড়ুয়ারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.