ETV Bharat / state

Habra Rape Incident : বাবার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা মেয়ে, পৈশাচিক ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : May 23, 2022, 5:14 PM IST

Updated : May 24, 2022, 12:30 PM IST

রবিবার মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে (Minor girl raped by her father in Habra) ৷ গতকালই গভীর রাতে নদিয়ার রানাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

Habra Rape Incident
বাবার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা মেয়ে

হাবড়া, 23 মে : দিনের পর দিন বাবার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা বছর চোদ্দোর নাবালিকা ৷ পৈশাচিক ঘটনায় চাঞ্চল্য হাবড়ায় ৷ বাবার কুকীর্তির কথা প্রথমে মা-কে জানায় মেয়ে ৷ পরে থানায় গিয়ে নিজেই দায়ের করে ধর্ষণের অভিযোগ ৷ রবিবার মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে (Minor girl raped by her father in Habra) ৷ গতকালই গভীর রাতে নদিয়ার রানাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, দাম্পত্য কলহে বছর দশেক আগে অভিযুক্তকে ছেড়ে চলে আসেন তার স্ত্রী ৷ কয়েকবছর ধরে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকছেন তিনি। তবে কন্যাসন্তান থেকে গিয়েছিল বাবার কাছেই ৷ কিন্তু সপ্তাহদু'য়েক আগে কন্যাসন্তান অসুস্থ অবস্থায় বাবাকে ছেড়ে মায়ের কাছে চলে আসে। নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, মেয়েটি কয়েকমাসের অন্তঃসত্ত্বা। স্বভাবতই আকাশ ভেঙে পড়ে মায়ের মাথায় ৷ পরবর্তীতে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে মা জানতে পারে দীর্ঘদিন ধরে বাবার লালসার শিকার তাঁর সন্তান ৷

আরও পড়ুন : রিল বানিয়ে বন্ধুত্ব, সেই সুযোগে বন্ধুর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 2

মেয়ের উপর শুধু পাশবিক অত্যাচারই নয়, ঘটনার কথা বাইরে কাউকে জানালে মেয়েকে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্ত ৷ দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েও ভয়ে কাউকে কিছু জানায়নি অন্তঃসত্ত্বা নাবালিকা ৷ সম্প্রতি অসুস্থ হয়ে মায়ের কাছে পালিয়ে চলে আসে সে ৷ জিজ্ঞাসাবাদে ফাঁস করে বাবার কুকীর্তির কথা ৷ সোমবার ধৃতকে বারাসত আদালতে পেশ করে পুলিশ ৷

Last Updated :May 24, 2022, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.