ETV Bharat / state

সরকারি হাসপাতালের ডাক্তারের পাশে বসে ওষুধ লিখছেন মেডিকেল রিপ্রেজ়েনটেটিভ !

author img

By

Published : Jul 17, 2020, 7:13 PM IST

বারাসত হাসপাতাল
বারাসত হাসপাতাল

বারাসত হাসপাতালের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পরিবর্তে রোগীদের বাইরের নির্দিষ্ট করে দেওয়া ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে বলছেন তারা । অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ওই চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

বারাসত, 17 জুলাই : কখনও দেখেছেন হাসপাতালে কোন রোগীর কী ওষুধ লাগবে তা লিখছে মেডিকেল রিপ্রেজ়েনটেটিভ ৷ শুনে অবাক লাগছে না ! এবার সেই ছবি ধরা পড়ল বারাসত সুপার স্পেশালিটি হাসপাতালে৷ 600 শয্যা যুক্ত এই হাসপতালে প্রায় সারা বছর লেগে থাকে রোগীদের আনাগোনা । অভিযোগ হাসপাতালের একাংশ ডাক্তারদের সহযোগিতায় সেই সুযোগকে কাজে লাগাচ্ছে মেডিকেল রিপ্রেজ়েনটেটিভরা ৷ ডাক্তার রোগী দেখছেন তারপর সেই প্রেসকিপশন নিয়ে রোগীকে পাঠানো হচ্ছে ডাক্তারের পাশেই বসে থাকা মেডিকেল রিপ্রেজ়েনটেটিভের কাছে ৷ তারপরই ওই রোগীর কী ওষুধ লাগতে সেই তালিকা তৈরি করছেন মেডিকেল রিপ্রেজ়েনটেটিভ ৷ সেই তালিকায় উল্লেখ করে দেওয়া হচ্ছে নির্দিষ্ট ওষুধের দোকানের নামও । সম্প্রতি এমনি একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

শুধু তাই নয়, চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পরিবর্তে রোগীদের বাইরের নির্দিষ্ট করে দেওয়া ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে বলছেন তারা । সেই দোকান থেকে রোগীর পরিবারা ওষুধ না কিনলে চিকিৎসকরা রোগীর কাছে যাচ্ছেন না । হাসপাতালের আউটডোর বিভাগে ডাক্তার দেখাতে এসে একই সমস্যার সম্মুখীন হন বারাসত কাজিপাড়ার বাসিন্দা স্নেহা বিবি । তিনি বলেন, "চিকিৎসকের পাশে বসে মেডিকেল রিপ্রেজ়েনটেটিভ আমার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন । হাসপাতালের পেছন দিকের একটি ওষুধের দোকান থেকে ওই ওষুধগুলি কিনতে বলেন । আমাকে অনেক টাকার ওষুধ কিনতে হয়েছে ।" একই অভিযোগ করেছেন বারাসত হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে আসা বিকাশ দাস ৷ তিনি বলেন, "আমাকে ডাক্তার দেখার পর প্রেসকিপশন নিয়ে ডাক্তারের পাশে বসে থাকা এক ব্যক্তির কাছে যেতে হয় ৷ তিনি একটি শ্লিপে ওষুধ লিখে দেন ৷ সেই শ্লিপ নিয়ে হাসপাতালের পেছনের একটি ওষুধের দোকান থেকে সেই ওষুধগুলি কিনে আনতে বলেন ওই ব্যক্তি ৷"

ডাক্তারের পাশে বসে ওষুধ লিখছেন মেডিকেল রিপ্রেজ়েনটেটিভ

বিষয়টি নিয়ে উত্তর 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "চিকিৎসকের পাশে মেডিকেল রিপ্রেজ়েনটেটিভরা বসতে পারেন না । চিকিৎসক ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পরিবর্তে নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কেনার কথা বলতে পারবেন না । আমি অভিযোগ খতিয়ে দেখব । অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.