ETV Bharat / state

Bomb Recover in Madhyagram : মধ্যমগ্রামে স্থানীয় ব্যক্তিকে দিয়ে বোমা তোলানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

author img

By

Published : Dec 31, 2021, 5:27 PM IST

স্থানীয় ব্যক্তিকে দিয়ে রাস্তায় পড়ে থাকা বোমা উদ্ধারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে (Madhyamgram Police Allegedly Recover A Bomb By Local Man) ৷ মধ্যমগ্রামের ঘটনায় পুলিশের ভূমিকায় নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা নেই বলে এড়িয়ে গেলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ৷

Madhyamgram Police Allegedly Recover A Bomb By Local Man
Madhyamgram Police Allegedly Recover A Bomb By Local Man

মধ্যমগ্রাম, 31 ডিসেম্বর : রাস্তার পাশে পড়ে থাকা বোমা স্থানীয় ব্যক্তিকে দিয়ে তোলানোর অভিযোগ মধ্যমগ্রাম থানার পুলিশের বিরুদ্ধে ৷ যে ঘটনাকে কেন্দ্র শুক্রবার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন (Madhyamgram Police Allegedly Recover A Bomb By Local Man) ৷ কীভাবে পুলিশ এতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ৷ যদিও ঘটনাটি প্রকাশ্যে আসতেই মুখে কুলুপ এঁটেছেন মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের কথাতেই যে তিনি বোমাটি তুলতে বাধ্য হয়েছেন, তা স্বীকার করেছেন স্বপন মণ্ডল নামে ওই ব্যক্তি (Bomb Recover in Madhyagram) ৷

রাত পোহালেই বর্ষবরণ ৷ তার আগে কলকাতা এবং শহরতলির জনবহুল এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়, শপিংমল, রেস্তোরাঁয় ৷ যেখানে সবসময় মানুষের আনাগোনা থাকে, সেই সমস্ত জায়গায় কোনও রকম ঝুঁকি না নিয়ে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে ৷ তারই মধ্যে এদিন সকালে মধ্যমগ্রাম যশোর রোডের পাশে একটি আবাসনের সামনে বোমা পড়ে থাকতে দেখা যায় ৷ এক সিভিক ভলান্টিয়ার তা দেখতে পেয়ে, খবর দেন মধ্যমগ্রাম থানায় ৷ কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে পুলিশ চলে আসে ৷ অভিযোগ এর পরেই সেই বোমা উদ্ধারে এগিয়ে দেওয়া হয় স্থানীয় এক বাসিন্দাকে ৷ আর পুলিশের এই দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পুলিশের নির্দেশে কোনওমতে রাস্তার পাশে পড়ে থাকা তাজা বোমাটি তুলে একটি প্লাস্টিকের জারে রাখেন ওই ব্যক্তি ৷ পরে তা নিষ্ক্রিয় করতে জারের মধ্যেই ঢালা হয় জল ৷

আরও পড়ুন : Basanti Bomb Recover : বাসন্তীতে ড্রামভর্তি বোমা উদ্ধার, গ্রেফতার দুই

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক । প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে । বম্ব স্কোয়াডকে না ডেকে কেন সাধারণ একজন মানুষকে দিয়ে বোম তোলানো হল ? এ ভাবে ঝুঁকি নিয়ে বোমা উদ্ধার করতে গিয়ে অঘটনও ঘটতে পারত ৷ তার দায় কি পুলিশ প্রশাসন নিত ?

এই বিষয়ে বোমা তুলে স্বপন মণ্ডল বলেন, ‘‘ওখানে বোমা নাকি অন্য কিছু পড়ে ছিল, তা আমি প্রথমে জানতাম না ৷ পরে পুলিশের একজন বোমা উদ্ধারের জন্য এগিয়ে দিল ৷ সেটি তুলে প্লাস্টিকের জারে রাখলাম ৷ আতঙ্ক তো লাগছিল ৷ তার পরও ঝুঁকি নিয়ে তুলতে বাধ্য হলাম ৷’’ অন্যদিকে, বিষয়টি নিয়ে বারাসত জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই ৷ খোঁজ নিয়ে দেখতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.