ETV Bharat / state

সারদায় নজর সবার, বহাল তবিয়তে ঘুরছে অন্য চিটফান্ডের সঙ্গে যুক্ত প্রভাবশালীরা : কুণাল

author img

By

Published : Jul 1, 2019, 11:12 PM IST

Updated : Jul 1, 2019, 11:28 PM IST

কুণাল ঘোষ

আজ দুপুরে সারদা মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন কুণালবাবু । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "চিটফান্ড বলতে সারদাকে সামনে নিয়ে আসা হচ্ছে । রোজ়ভ্যালি, আইকোর, প্রয়াগ, এমপিএস, টাওয়ার গ্রূপের মতো চিটফান্ড সংস্থাও যে রয়েছে, তা যেন অনেকেই ভুলতে বসেছেন ।"

বারাসত, 1 জুলাই : সারদা চিটফান্ড মামলার শুনানিতে বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে এলেন কুণাল ঘোষ । সেখানে তিনি অভিযোগ করেন, " চিটফান্ড বললেই নজর ঘুরিয়ে দেওয়া হয় শুধুমাত্র সারদার দিকে, অথচ বাকি চিটফান্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার প্রভাবশালীরা ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের গায়ে কোনও কালি নেই ।"

আজ দুপুরে সারদা মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন কুণালবাবু । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "চিটফান্ড বলতে সারদাকে সামনে নিয়ে আসা হচ্ছে । রোজ়ভ্যালি, আইকোর, প্রয়াগ, এমপিএস, টাওয়ার গ্রূপের মতো চিটফান্ড সংস্থাও যে রয়েছে, তা যেন অনেকেই ভুলতে বসেছেন ।"

তাঁর অভিযোগ, "নজর ঘোরানোর জন্য‌ই সারদাকে সামনে নিয়ে আসা হচ্ছে । অথচ, আইকোর, রোজ়ভ্যালি, এমপিএস-সহ বিভিন্ন চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত প্রভাবশালীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন । অবিলম্বে, এই সমস্ত চিটফান্ড সংস্থার প্রভাবশালীদের গ্রেপ্তার করে CBI আইনি প্রক্রিয়া শুরু করুক ।"

ভিডিয়োয় শুনুন কুণাল ঘোষের বক্তব্য

কুণালবাবু বলেন, "আমি একসময় সারদার প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করেছি । প্রতিবাদ জানিয়েছি । কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে । অনেকে গ্রেপ্তার হয়নি । কিন্তু,আমি সারদার কোনও মিটিংয়ে গিয়ে এজেন্টদের উজ্জীবিত করিনি । কোনও এজেন্ট সম্মেলনে যাইনি । ফিনান্স ও অ্যাকাউন্ট দেখেনি । কিন্তু, তারপরেও আমার মতো দু-একজনকে বলির পাঁঠা করে সারদা মামলার নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে । এটা মানা যাবে না ।"

সারদা মামলায় দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ । তিনি অভিযোগ তোলেন, "দীর্ঘদিন ধরে যেটা হচ্ছে, তা প্রকাশ করা যাবে না । আমি কোর্টে প্রতি শুনানিতে হাজির হই । দিনের পর দিন কোর্টে ঘুরে একের পর মামলায় আমি বিরক্ত । বিষয়টা ক্লান্তিকর হয়ে যাচ্ছে । তাও আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি ।"

sample description
Last Updated :Jul 1, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.