ETV Bharat / state

ওদের শুধু আস্ফালন চলছে : জ্যোতিপ্রিয়

author img

By

Published : Feb 8, 2020, 11:21 AM IST

BJP নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ জানিয়েছিলেন, তৃণমূল পুলিশকে ব্যবহার করে । সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তারা কখনই পুলিশকে ব্যবহার করে না । পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে । পাশাপাশি তিনি BJP নেতাদের পাগল বলেও কটাক্ষ করেন ।

Jyotipriyo Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক

বারাসত , 8 ফেব্রুয়ারি : "আমরা কখনও পুলিশকে ব্যবহার করি না । ওদের ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি । মানুষ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে । " BJP নেতা কৈলাশ বিজয়বর্গীয়-র তৃণমূলের পুলিশকে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । পাশাপাশি তিনি BJP নেতাদের পাগল বলেও কটাক্ষ করেন ।

শুক্রবার রাতে তিনি বারাসত কাছারি ময়দানে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধনে আসেন । উদ্বোধনের পর সেখানেই BJP নেতা কৈলাশ বিজয়বর্গীয়-র পুলিশকে ব্যবহার করার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে । তার উত্তরে তিনি বলেন,"কোথাও মনে হয়েছে,আমরা পুলিশকে ব্যবহার করেছি! মুখ্যমন্ত্রীর সভার আগে উত্তর 24 পরগনার বনগাঁয় ওরা(BJP) মিছিল করেছে । বারাসতেও সভা করেছে ওরা । কোথাও মনে হয়েছে আমরা পুলিশকে ব্যবহার করেছি । যেখানে খুশি আন্দোলন করুক । আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি । মানুষ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে । মানুষ যদি মনে করে তৃণমূল ক্ষমতায় আসবে,তাহলে তৃণমূল আসবে । আর যদি মনে করে শ্যাম আসবে,তাহলে তারাই আসবে । আমরা মানুষের পক্ষে রয়েছি । মানুষের সঙ্গে রয়েছি । কারণ , এই সরকারের নাম মা-মাটি-মানুষ ।" নাম না করে কৈলাশ বিজয়বর্গীয়কে কটাক্ষ করে তিনি বলেন,"ওদের শুধু আস্ফালন,লাফানি,ধমকানি,চমকানিই আছে । এখানে যত খুশি আন্দোলন করুক CAA,NRC,NPR হবে না । "

অন্যদিকে মেলা প্রসঙ্গে তিনি জানান , "বারাসত ছাড়াও রাজ্যের চার-পাঁচ জায়গায় এই হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে । যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে লাভবান হতে পারেন ।" চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাদ্য দপ্তরের তরফে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী । তিনি বলেন,"মাথাপিছু শ্রমিক পরিবারের জন্য ৩৫ কেজি করে রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়া চা বাগানে ১২৬ টি দোকান তৈরি করেছে খাদ্য দপ্তর । যেগুলির দায়িত্ব তুলে দেওয়া হবে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের হাতে । প্রায় ১০০ সেল্ফ হেল্প গ্রুপকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে । পরবর্তী সময়ে আরও ৮৬ টি দোকান চালু করা হবে ।" ধান কেনার ক্ষেত্রেও সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি । গতকালের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ,ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রত্না ঘোষ কর,জেলাশাসক চৈতালি চক্রবর্তী,জেলা পরিষদের সভাধিপতি বীনা মণ্ডল সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা । প্রসঙ্গত , ৭ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে । চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত । মোট ২৮টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে । প্রায় ৯০০-র কাছাকাছি ক্ষুদ্র ব্যবসায়ী সামিল হয়েছেন ।

জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য
Intro:আমরা কখনও পুলিশকে ব্যবহার করিনা।ওদের ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি।যতই বিজেপি আন্দোলন করুক,এ রাজ্যে CAA,NRC ও NPR হবেনা।ওদের শুধু আস্ফালন,লাফানি,ধমকানি ও চমকানি-য় আছে।ওরা নিজেরাই জানেনা যে ওদের নিচের সাথে ওপরের কতটা ফারাক।বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়-র অভিযোগ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।বিজেপি নেতাদের পাগল বলেও কটাক্ষ করেন তিনি। Body:বারাসতঃআমরা পুলিশকে কখনও ব্যবহার করিনা।আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি।যেখানে খুশি আন্দোলন করো!মানুষ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে।বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।শুক্রবার রাতে বারাসত কাছারি ময়দানে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধনে আসেন তিনি।উদ্বোধনের পর সেখানেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়-র পুলিশকে ব্যবহার করার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে।তার উত্তরে তিনি বলেন,"কোথাও মনে হয়েছে,আমরা পুলিশকে ব্যবহার করেছি!মুখ্যমন্ত্রীর সভার আগে উত্তর 24 পরগনার বনগাঁয় ওরা(বিজেপি) মিছিল করেছে।বারাসতেও সভা করেছে ওরা।কোথাও মনে হয়েছে আমরা পুলিশকে ব্যবহার করেছি।যেখানে খুশি আন্দোলন করুক।আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি।মানুষ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে।মানুষ যদি মনে করে তৃনমূল ক্ষমতায় আসবে,তাহলে তৃনমূল আসবে।আর যদি মনে করে শ্যাম আসবে,তাহলে তাঁরাই আসবে।আমরা মানুষের পক্ষে রয়েছি।মানুষের সাথে রয়েছি।কারন,এই সরকারের নাম মা-মাটি-মানুষ"।নাম না করে কৈলাশ বিজয়বর্গীয়কে কটাক্ষ করে জ্যোতিপ্রিয় বলেন,"ওদের শুধু আস্ফালন,লাফানি,ধমকানি,চমকানিই আছে।ওরা আদৌ জানেনা,যে ওদের নিচের সাথে ওপরের কতটা ফারাক!এখানে যত খুশি,যেখানে আন্দোলন করার করুক।না CAA হবে।না NRC না NPR।তিনটের কোনওটায় আমাদের এখানে হবেনা"।এরপরই তিনি বিজেপি নেতাদের পাগলের সঙ্গে তুলনা করে বলেন,"কিছু পাগল উত্তর 24 পরগনা জেলায় নেমেছে।মাঝে মধ্যে তারা মিছিল,মিটিং করছে।আমাদের জেলায় ওদের যদি মনে হয়,ইছামতীর জলের ওপর দিয়ে হাঁটবে,হাঁটতে পারে।সুন্দরবনের বাঘের খাঁচাতেও যেতে পারে।কোনও কিছুতেই CAA,NRC ও NPR হবেনা এ রাজ্যে"।রাজ্য হস্তশিল্পে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারের তরফে ৭৫ টাকা করে খাওয়া খরচ দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি বলেন,"বারাসত ছাড়াও রাজ্যের পাঁচ চার জায়গায় এই হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে।যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে লাভবান হতে পারেন"।চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের জন্য খাদ্য দপ্তরের তরফে বেশকিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।তিনি বলেন,"মাথাপিছু শ্রমিক পরিবারের জন্য ৩৫ কেজি করে রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া চা বাগানে ১২৬ টি দোকান তৈরি করেছে খাদ্য দপ্তর।যেগুলির দায়িত্ব তুলে দেওয়া হবে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের হাতে।প্রায় ১০০ সেল্ফ হেল্প গ্রুপকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।এছাড়া আরও ৮৬ টি দোকান চালু করা হবে পরবর্তী সময়ে।ধান কেনার ক্ষেত্রেও সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী।এদিনের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ,ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রত্না ঘোষ কর,জেলাশাসক চৈতালি চক্রবর্তী,জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।

মেলা সূত্রে জানা গেছে,এই মেলায় ২৮টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে।মেলায় প্রায় ৯০০-র কাছাকাছি ক্ষুদ্র ব্যবসায়ী সামিল হয়েছেন।৭ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারি।Conclusion:মেলা সূত্রে জানা গেছে,এই মেলায় ২৮টি প্যাভেলিয়ান তৈরি করা হয়েছে।মেলায় সামিল হয়েছেন প্রায় ৯০০-র কাছাকাছি ক্ষুদ্র ব্যবসায়ী।এদিন থেকে শুরু হয়ে রাজ্য হস্তশিল্প মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে মেলা খুলে দেওয়া হবে সাধারণের উদ্দেশ্যে।বন্ধ হবে রাত ৯টায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.