ETV Bharat / state

Jyotipriya Mallick: আলোচনা করে সমস্যার সমাধান করবে দল, বারাসত পৌরসভার বিবাদ প্রসঙ্গে জ্যোতিপ্রিয়

author img

By

Published : Aug 7, 2022, 11:09 PM IST

বারাসত পৌরসভার প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানের বিবাদ মেটাতে এবার আসরে নামছে তৃণমূল । হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা হবে বলে জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick) ।

Jyotipriya Mallick
Jyotipriya Mallick

মধ্যমগ্রাম, 7 অগস্ট: বারাসত পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের বিবাদ মেটাতে এবার আসরে নামছে তৃণমূলের জেলা নেতৃত্ব । তারই ইঙ্গিত মিলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের কথাতে । এই নিয়ে শুক্রবার মুখ খুলেছেন রাজ্যের বনমন্ত্রী ও জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি(Forest Minister Jyotipriya Mallick) ।

এদিন বিকেলে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে তিনি বলেন, "দু'জনের সঙ্গেই এই বিষয়ে কথা বলা হবে । আলোচনা করে সমস্যার সমাধান করবে দলের জেলা নেতৃত্ব । সমস্যা হলে তার সমাধান করার রাস্তাও রয়েছে । তৃণমূল দলে থেকে যা খুশি বলা যাবে না । কারণ, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"

সিপিএম, কংগ্রেস ও বিজেপির থেকে তৃণমূল দল যে সঙ্ঘবদ্ধ এবং শৃঙ্খলাপরায়ণ তা বোঝানোর চেষ্টাও করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর কথায়, "দলের শৃঙ্খলা সকলকেই মেনে চলতে হবে । আলটপকা মন্তব্য করা যাবে না । যাকেই দলের যে দায়িত্ব দেওয়া হবে, সেটা পছন্দ না হলেও তাকেই মেনে নিতে হবে দলীয় নেতা-কর্মীদের । এই দল বিরোধী দলের মতো নয় । তৃণমূল অনেক সঙ্ঘবদ্ধ এবং শৃঙ্গলাপরায়ণ দল । জেলা সভাপতি যে কর্মসূচি গ্রহণ করতে বলবে সেই কর্মসূচি মেনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে । সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে রুখতে হলে রাস্তায় নামা ছাড়া আর কোনও বিকল্প নেই । "

আলোচনা করে সমস্যার সমাধান করবে দল, বারাসত পৌরসভার বিবাদ প্রসঙ্গে জ্যোতিপ্রিয়

মোদি-মমতার বৈঠকে নিয়ে এদিন বিরোধীদের কটাক্ষের জবাবও দিয়েছেন বনমন্ত্রী । জ‍্যোতিপ্রিয় বলেন, "সাংবিধানিক কাঠামোর মধ্যে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক হবে এটাই স্বাভাবিক । এই নিয়ে সিপিআইএমের বড় বড় কথা সাজে না । ওদের এক একজন নেতা এক একরকম কথা বলছে । সিপিএম দলটা এখন শূন্যে এসে ঠেকেছে । একজন বিধায়কও নেই ওই দলে । আর মমতা বন্দোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে রয়েছে । বিজেপি কেন্দ্রীয় নেতারা অনেক চেষ্টা করেছিল বাংলায় ক্ষমতায় আসার । কিন্তু অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ।" এদিকে, 2024-র লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলার পাঁচটি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে যাবে বলেও দাবি করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick comments on TMC factionalism in Barasat Municipality) ।

আরও পড়ুন : তৃণমূলে এখন একে অপরের উপর দোষারোপের পালা চলছে, কটাক্ষ বিরোধীদের

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়-কাণ্ড হোক কিংবা গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব । কোনও বিষয়েই এদিন মুখ খুলতে চাননি তিনি । কার্যত আদালতের বিচারাধীন বিষয় বলে এড়িয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.