ETV Bharat / state

Oppositions Slam TMC: তৃণমূলে এখন একে অপরের উপর দোষারোপের পালা চলছে, কটাক্ষ বিরোধীদের

author img

By

Published : Aug 5, 2022, 8:56 PM IST

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি প্রসঙ্গে তরজা শুরু হয়েছে তৃণমূলের দুই নেতার মধ্যে ৷ এই নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ তাদের দাবি, তৃণমূলে (Trinamool Congress) এখন একে অপরের উপর দোষারোপের পালা চলছে ৷

cpim-bjp-slams-tmc-on-corruption-issue
Oppositions Slam TMC: তৃণমূলে এখন একে অপরের উপর দোষারোপের পালা চলছে, কটাক্ষ বিরোধীদের

বারাসত, 5 অগস্ট : "তৃণমূলে (Trinamool Congress) মুষল পর্ব চলছে । একজন আরেকজনের ওপর দোষ চাপিয়ে এখন নিজে বাঁচার চেষ্টা করছেন । এর বাইরে কিছু নয়", পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্যুতে বারাসত পৌরসভার (Barasat Municipality) বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানের বিবাদ নিয়ে এমনই মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।

শুক্রবার উত্তর 24 পরগনার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানকে কটাক্ষ করে তিনি বলেন, "সুনীল মুখোপাধ্যায় দলের বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় সম্পর্কে কী বলেছেন তা আমার জানা নেই । আসলে তৃণমূল দলটা কী, তা সকলেই বোঝেন। শিক্ষক নিয়োগের ব‍্যাপার হোক কিংবা পঞ্চায়েতের দুর্নীতি । বাংলার মানুষের মধ্যে এই নিয়ে ব‍্যাপক ক্ষোভ তৈরি হয়েছে । এটা তৃণমূল নেতারা ভালোভাবেই বুঝতে পারছেন । তাই মানুষের ক্ষোভের হাত থেকে বাঁচতে এখন একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছেন । মানুষ তৃণমূলের চোর নেতাদের কাউকেই ছাড়বে না । আজ হোক কিংবা কাল মানুষ তাদের শাস্তির ব্যবস্থা করবেই ৷"

পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ কিংবা ভোট লুঠ । প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের ক্ষোভ নিয়েও এদিন কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তাঁর মতে, "যতদিন তিনি চেয়ারম্যান পদে ছিলেন, ততদিন ওঁর এসব বিষয়ে মনে হয়নি ।এখন উনি এসব বলছেন কেবলমাত্র বাঁচার জন্য ৷"

তৃণমূলে এখন একে অপরের উপর দোষারোপের পালা চলছে, কটাক্ষ বিরোধীদের

এদিকে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন জানিয়ে পার্থ-কাণ্ডে প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানকে মুখোমুখি বসিয়ে ইডির জেরা করা উচিত বলে দাবি করেছেন বিজেপির (BJP) বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । তাঁর কথায়, "পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে দু'জনেই অনেক কিছু জানেন । তাই দেশের স্বার্থে তাঁদের জেরা করা উচিত ইডি আধিকারিকদের ৷"

আরও পড়ুন : রাতের দিকে অশনি'র বাড়িতে আসতেন পার্থ, ইটিভি ভারতের সামনে বিস্ফোরক মন্তব্য বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.