ETV Bharat / state

Subhas Datta Win Elcetion: নির্বাচনে জয়ী গোবরডাঙার নির্দল প্রার্থী সুভাষ দত্ত

author img

By

Published : Mar 2, 2022, 7:28 PM IST

সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রথমে মনোনয়ন জমা দিয়েছিলেন গোবরডাঙার প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্ত। (Gobardanga Independent Win)। কিন্তু দলের নির্দেশে প্রার্থী পদ তুলতে না-পারলেও নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তিনি ৷ তবে বুধবার পৌর নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন তিনি ।

Subhas Datta Won The Elcetion
র্বাচনে জয়ী সুভাষ দত্ত

গোবরডাঙা, 2 মার্চ: দলের নির্দেশে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করতে না-পারলেও নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন গোবরডাঙার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত । সাংবাদিক সম্মেলন করে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েও ছিলেন তিনি । কিন্তু বুধবার পৌর নির্বাচনের ফল ঘোষণার পরে দেখা গেল গোবরডাঙা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে জিতেছেন সুভাষ দত্ত । উত্তর 24 পরগণার গোবরডাঙা পৌরসভার দু'বারের তৃণমূলের পৌরপ্রধান ছিলেন তিনি । এবার 6 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হয়ে জয়ী হন গোবরডাঙার প্রাক্তন পৌরপ্রধান (Gobardanga Independent Win) ।

আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022 : রাস্তাজুড়ে সবুজ আবির, জিতেও দেখা নেই বিজেপি প্রার্থীদের

তৃণমূলের টিকিট না-পেয়ে 6 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে 9 ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন সুভাষ দত্ত ৷ এরপর তিনি বেশ কিছুদিন প্রচারও করেন । হঠাৎই তৃণমূলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী পদ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল । শুধু তাই নয়, এমনকী তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের কথাও বলা হয় । দলের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললেও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ায়, মনোনয়ন প্রত্র প্রত্যাহার করতে পারেননি । তবে দলের নির্দেশ মতই এলাকায় হ্যান্ড বিল ছাপিয়ে এবং সাংবাদিক বৈঠক করে ওয়ার্ডের বাসিন্দাদের জানিয়েছিলেন, তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার কথা । তারপর থেকে নিজে প্রচার বন্ধ করে দেন । পরিবর্তে তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করেন ( Subhas Datta Won The Elcetion) তিনি।

নির্বাচনে জয়ী গোবরডাঙার নির্দল প্রার্থী সুভাষ দত্ত

বুধবার ভোটের ফল ঘোষণার পরেই চিত্রটা বদলে গিয়েছে । দেখা গিয়েছে, গোবরডাঙায় জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুভাষ দত্ত । সুভাষ বাবু বলেন, "যেহেতু ইভিএমে আমার নামটা থেকে গিয়েছে । তাই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে । যারা বলেছিল এক পরিবারের দু'জনকে প্রার্থী করা হবে না, আমার বয়স হয়েছে বলে আমাকে প্রার্থী করা হয়নি । মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে । আগামিদিনে দল যেভাবে বলবে আমি সেভাবেই চলব (Independent Candidate Subhas Dutta) ।"

প্রসঙ্গত, গোবরডাঙা পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 15 টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল, বামেরা পেয়েছে একটি ও নির্দল প্রার্থী হিসেবে একটিতে সুভাষ দত্ত জয়ী হয়েছেন । খাতা খুলতে পারেনি গেরুয়া শিবির।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.