ETV Bharat / state

Unnatural Death: গৃহবধূর রহস্যমৃত্যুতে অভিযুক্ত স্বামী, উঠছে খুনের অভিযোগ

author img

By

Published : Dec 14, 2022, 8:59 PM IST

Updated : Dec 14, 2022, 9:30 PM IST

Etv Bharat
বধূর রহস্যমৃত্যুতে হাসপাতালে ধুন্ধুমার

খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রী-কে মারধর করতেন স্বামী(Unnatural Death)৷ হঠাৎই বুধবার স্ত্রী'র বাপের বাড়িতে ফোন করে তাঁদের মেয়েকে হাসপাতালে ভর্তির খবর দেন ৷

গৃহবধূর রহস্যমৃত্যুতে অভিযুক্তের বাবা ও মৃতের বাড়ির প্রতিক্রিয়া

ঘোলা (উত্তর 24 পরগনা), 14 ডিসেম্বর: গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার ঘোলা থানা এলাকায়(Husband Accused on Unnatural Death of Housewife)৷ মৃত বধূর নাম নন্দিতা ঘরামি ৷

জানা গিয়েছে, ঘোলা বিদ্যাসাগর পল্লির বাসিন্দা নন্দিতা ঘরামির সঙ্গে বছর ছয়েক আগে বিয়ে হয় ঘোলা থানার অন্তর্গত বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের অপূর্ব নগর এলাকার বাসিন্দা বিশ্বনাথ হালদারের । অভিযোগ, বিয়ের পর থেকেই ছোটখাটো সমস্ত বিষয়েই নন্দিতাকে মারধর করত বিশ্বনাথ ৷ বুধবার সকালে নন্দিতার বাপের বাড়িতে ফোন করে বিশ্বনাথ জানায় স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে । তাঁকে নিয়ে যাওয়া হয়েছে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ৷

আরও পড়ুন : বধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী ও দেওর

এই খবর পেয়েই নন্দিতার বোন ও মা তড়িঘড়ি হাসপাতালে আসেন ৷ সেখানে জানতে পারেন মৃত অবস্থায় নন্দিতাকে আনা হয়েছে হাসপাতালে ৷ এরপরেই তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন । এরই মধ্যে হাসপাতালে আসে বিশ্বনাথের মা-বাবা ও বোন । উত্তেজিত জনতা মারধর করে বিশ্বনাথের মা ও বোনকে । ঘোলা থানার পুলিশ এসে 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম বিশ্বাসের সহযোগিতায় উদ্ধার করে তাঁদের । এরপরেই হাসপাতালে আসে মূল অভিযুক্ত বিশ্বনাথ হালদার । মৃতার পরিবারের সদস্যরা তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে হাসপাতাল চত্বরেই ৷ তড়িঘড়ি পুলিশ গিয়ে উদ্ধার করে বিশ্বনাথকে ।

ঘটনা প্রসঙ্গে মৃতের বোন নিবেদিতা ঘরামি বলেন, "কোনও কারণ ছাড়াই দিদিকে মারধর করত জামাইবাবু বিশ্বনাথ । আজ সকালে জামাইবাবুর ফোন পেয়েই হাসপাতালে এসে জানতে পারি মৃত্যু হয়েছে দিদির । হাসপাতালে আসার দেড় ঘণ্টা আগেই মৃত্যু হয় দিদির । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ৷"

অভিযুক্ত বিশ্বনাথের বাবা জানান, বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি চলছিল ছেলে-বউয়ের মধ্যে । শান্তি রক্ষার স্বার্থে তাদের অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থাও করেছেন তিনি । তবে কী কারণে বৌমার মৃত্যু হল তা জানা নেই ।

আরও পড়ুন : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ মালদায়

Last Updated :Dec 14, 2022, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.