ETV Bharat / state

Deganga Blast : দেগঙ্গায় বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের

author img

By

Published : May 11, 2022, 12:26 PM IST

Forensic Team Collects Evidence from Incident Site in Deganga Balst Case
Forensic Team Collects Evidence from Incident Site in Deganga Balst Case

28 এপ্রিল দেগঙ্গায় বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যাওয়ার ঘটনায় তদন্তে রাজ্য পুলিশের ফরেন্সিক দল ৷ ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন (Forensic Team Collects Evidence from Incident Site in Deganga blast Case) ৷ জিজ্ঞাসাবাদ করেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদেরও ৷

দেগঙ্গা, 11 মে : বিস্ফোরণে উড়ে গিয়েছিল ঘরের চাল । ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনটি বাড়িও । সেই ঘটনার 12 দিনের মাথায় দেগঙ্গার ঝিকরা বাসাবাটির বিস্ফোরণ স্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল (Forensic Team Collects Evidence from Incident Site in Deganga blast Case) ৷ ঘটনার পিছনে কোনও নাশকতা ছিল কিনা ? নাকি কেবলই দুর্ঘটনা ? তার তদন্ত করতে করতে এ দিন ফুচকা বিক্রেতা হাফিজুল ইসলামের বাড়িতে যায় রাজ্য পুলিশের ফরেন্সিক দলের দুই সদস্য ৷ নমুনা সংগ্রহের পাশাপাশি তদন্তকারীরা ক্ষতিগ্রস্ত হাফিজুল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে ৷

গত 28 এপ্রিল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল ৷ হাফিজুল পুলিশকে জানিয়েছেন, সেদিন বাড়িতে ফুচকা তৈরি করছিলেন হাফিজুল ইসলাম ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ৷ সেই সময় আচমকাই আগুন ধরে যায় গ‍্যাস সিলিন্ডারের পাইপে ৷ চেষ্টা করেও আগুন নেভাতে না পারেননি তিনি ৷ ভয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান হাফিজুল ৷ তার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি ৷ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তাঁর ঘরের চাল ৷ পুড়ে যায় যাবতীয় জিনিসপত্রও ৷

আরও পড়ুন : Gas Cylinder Explosion : দেগঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত 6

হাফিজুল ইসলাম জানিয়েছেন, আগুন তাঁর দুই ভাইয়ের বাড়িতেও ছড়িয়ে পড়ে ৷ সেই আগুন ছড়িয়ে বাকি দুই বাড়িতেও সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে পুলিশকে জানান তাঁরা ৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে ৷ বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা ? তা নিশ্চিত হতে রাজ্য পুলিশের ফরেন্সিক দলের দুই আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয় (Forensic Investigation in Deganga blast Case) ৷ বিস্ফোরণের জায়গা থেকে বেশকিছু নমুনা তাঁরা সংগ্রহ করেছে ৷ সেই নমুনা পরীক্ষা করলেই বিস্ফোরণের কারণ জানা যাবে বলে, মনে করছে পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.