ETV Bharat / state

Duttapukur Shoot-out: দত্তপুকুরের শুটআউটে মৃতের রাজনৈতিক যোগ নেই, জানাল নিহতের পরিবার

author img

By

Published : Jun 28, 2022, 9:02 PM IST

দত্তপুকুরের শুটআউটের ঘটনায় এফআইআরে নাম থাকা এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই মানিক ব‍্যাপারি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে সাফল্য পায় তদন্তকারীরা। এফআইআরে নাম থাকা আরও দুই অভিযুক্ত এখনও পলাতক। ধৃতকে জেরা করে রিপন শীল এবং সুরজিৎ রায় নামে পলাতক ওই দুই অভিযুক্তের হদিশ পাওয়ার চেষ্টা চলছে পুলিশের তরফে। পাশাপাশি পরিবার জানাল মন্মথ মণ্ডল বিজেপি কর্মী ছিলেন না (Family Denies Manmatha Mondal Connection with BJP in Duttapukur Shoot-out) ৷

Duttapukur murder
পরিবার জানাল মন্মথ মণ্ডল বিজেপি কর্মী ছিলেন না

দত্তপুকুর, 28 জুন : সোমবার ভর সন্ধ্যায় দত্তপুকুরের কাশিমপুরের জনবহুল এলাকায় গুলি করে খুন করা হয় মন্মথ মণ্ডল নামে ওই জমি ব্যবসায়ীকে। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ ও পরিবারের তরফে জানানো হয় তিনি রাজনীতি করতেন না ৷ (Family Denies Manmatha Mondal Connection with BJP in Duttapukur Shoot-out) ৷

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, জমি ব‍্যবসায়ী তথা বিজেপি কর্মী মন্মথ মণ্ডলের খুনের পিছনে রাজনৈতিক কোনও কারণ লুকিয়ে নেই। রয়েছে জমির কারবার সংক্রান্ত পুরনো কোনও শত্রুতা। তার জেরেই সম্ভবত ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। খুনের যে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল সে বিষয়ে একপ্রকার নিশ্চিত তদন্তকারী অফিসাররা। এছাড়া সম্ভাব্য সমস্ত কারণই খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পরই গতকাল রাতেই দত্তপুকুর থানায় এলাকার তিন তোলাবাজ রিপন শীল, মানিক ব‍্যাপারী, সুরজিৎ রায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এফআইআরে নাম থাকা তিন অভিযুক্তের মধ্যে মানিক ব‍্যাপারীকে পুলিশ গ্রেফতার করে খুনের কয়েক ঘণ্টার মধ্যেই। বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন : ভরসন্ধ্যায় বাইকে চেপে এসে শুটআউট, দত্তপুকুরে নিহত বিজেপি কর্মী

অন্যদিকে, খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নিহতের ছেলে কমলেশ মণ্ডল। তাঁর কথায়, বাবাকে প্রায়শই খুনের হুমকি দিত এলাকার ওই তিন দুষ্কৃতী। জোর করে লোকের কাছ থেকে টাকা আদায় এবং তোলাবাজি করাই ছিল ওদের কাজ। বাবা বাড়ির বাইরে বেরোলেই দুষ্কৃতীদের শাসানির মুখে পড়তে হত। বলত, ব্যবসা ঘুচিয়ে দেব। শেষ অবধি সেটাই করে দেখাল তোলাবাজ দুষ্কৃতীরা। বাবার সঙ্গে তাঁর ব‍্যবসার পার্টনারদের খুবই ভালো সম্পর্ক ছিল। কারোর সঙ্গে কোনও গণ্ডগোল ছিল না। তাই, তাঁরা বাবার কোনও ক্ষতি করতে পারেন না বলেই ধারণা মন্মথবাবুর ছেলের। পরিচিত লোকের ফোন পেয়েই বাবা বাড়ি থেকে বেরিয়েছিলেন। বলেছিলেন, কাজ মিটিয়ে কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসবেন। কিন্তু, বাবার আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হল না।

পরিবারের তরফে জানানো হয় তিনি রাজনীতি করতেন না

অন‍্যদিকে, খুনের ঘটনায় যথারীতি রাজনৈতিক রঙ লেগেছে। নিহত-কে একজন সক্রিয় কর্মী এবং দক্ষ সংগঠক বলে দাবি করেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ৷ তিনি এ বিষয়ে বলেন, "পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও খুনের রাজনীতি শুরু করেছে শাসকদল। খুনের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত। খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।" যদিও সেই অভিযোগ উড়িয়ে পালটা বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছে শাসক শিবির। যদিও, বিজেপির এই দাবির সঙ্গে সহমত নন নিহতের পরিবার। তাঁদের দাবি, মন্মথ সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন অনেক আগেই। তাই, রাজনৈতিক কারণে নয়, খুনের আসল রহস্য লুকিয়ে রয়েছে জমি কারবারের সঙ্গেই ।

আরও পড়ুন : ফের ভোট পরবর্তী হিংসা ! ফাঁসিদেওয়ায় বিজেপি কর্মীকে খুনে অভিযুক্ত শাসকদল

অপরদিকে, মঙ্গলবার দুপুরে বিজেপির জেলা নেতৃত্বের তরফে এক প্রতিনিধিদল দত্তপুকুরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানায়। আশ্বাস দেয় নিহতের পরিবারের পাশে থাকারও।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.