ETV Bharat / state

TMC Factionalism in Bhatpara: অর্জুন ফিরতেই তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব ! আক্রান্ত সাংসদ-ঘনিষ্ঠ ওমপ্রকাশ

author img

By

Published : Jun 10, 2022, 1:35 PM IST

ভাটপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব (Factionalism in Bhatpara After Arjun Singh Returns to TMC) ৷ অর্জুন সিং ঘনিষ্ঠ ওমপ্রকাশ যাদবের উপর হামলার অভিযোগ উঠল ৷ যে ঘটনায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ওমপ্রকাশ ৷

Factionalism in Bhatpara After Arjun Singh Returns to TMC
Factionalism in Bhatpara After Arjun Singh Returns to TMC

ভাটপাড়া, 10 জুন : অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ভাটপাড়ায় আরও একবার প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বৃহস্পতিবার রাতে অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়ার বাসিন্দা ওমপ্রকাশ যাদবের বাড়িতে হামলার অভিযোগ উঠল ৷ ওমপ্রকাশকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ওমপ্রকাশ যাদব ৷

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় পট পরিবর্তন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ৷ যে ঘটনার পর রাজ্য বিজেপিতে হইচই পড়ে যায় ৷ বিজেপির অন্দরে একে-অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয় ৷ কিন্তু, এ বার তৃণমূলের ভিতরেই শুরু হল টানাপোড়েন ৷ অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ফের একবার ভাটপাড়ায় প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ অভিযোগ, অর্জুন ঘনিষ্ঠ ওমপ্রকাশ যাদবের বাড়িতে গতকাল রাতে রাজু তিওয়ারি এবং রাজেন তিওয়ারি তাঁদের দলবল নিয়ে হামলা চালায় ৷

প্রসঙ্গত, অর্জুন বিজেপিতে থাকাকালীন ওমপ্রকাশ যাদব জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের হয়ে কাজ করতেন ৷ কিন্তু, অর্জুন তৃণমূলে ফিরে আসতেই ওমপ্রকাশ এবং তাঁর লোকজন অর্জুন শিবিরে যোগ দেন ৷ অভিযোগ, এর পরেই দু’তরফে উত্তেজনা বাড়তে শুরু করে ৷ যা ভিতরে ভিতরে বাড়ছিল ৷ কিন্তু, গতকাল রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী হিসাবে পরিচিত রাজু তিওয়ারি এবং রাজেন তিওয়ারি লোকজন নিয়ে ওমপ্রকাশের বাড়িতে হামলা চালায় ৷ অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ওমপ্রকাশ যাদবের বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয় ৷ বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওমপ্রকাশ ৷

আরও পড়ুন: Arjun Singh : জগদ্দলে অর্জুনের সংবর্ধনা সভায় দুষ্কৃতী হামলা

এই ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ওমপ্রকাশ যাদব ৷ তবে, অভিযুক্তদের কেউ এখনও গ্রেফতার হয়নি ৷ এই ঘটনায় রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উত্তর 24 পরগনার শীর্ষ নেতৃত্বদের নিয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং জ্যোতিপ্রিয় মল্লিক সকলেই উপস্থিত ছিলেন ৷ প্রশ্ন, তাহলে কি সেই বৈঠক কেবল লোক দেখানো ছিল ? যার উত্তর কারও কাছে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.