ETV Bharat / state

Debangshu Bhattacharya বিজেপি নেতাদের বাঁশ, চটি, জুতো, ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান দেবাংশুর

author img

By

Published : Aug 26, 2022, 9:49 PM IST

Debangshu Bhattacharya
বারাসতে এক দলীয় সভায় দেবাংশু ভট্টাচার্য

ভোটের পর কয়েকটি জায়গায় যে অশান্তি হয়েছিল, তা দিলীপ ঘোষের হুমকি বক্তব্যের জন‍্যই ঘটেছিল । কারণ তাঁর হুঁশিয়ারিতে প্রকৃত পক্ষে বিপদে পড়েন তৃণমূল স্তরের দলীয় কর্মীরা ৷ বারাসতের একটি দলীয় সভায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya slams Dilip Ghosh)।

বারাসত, 26 অগস্ট: বিজেপি নেতাদের বাঁশ, চটি, জুতো, ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান দিলেন তৃণমূলের মুখপাত্র ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya slams Dilip Ghosh)।

বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি প্রসঙ্গে শুক্রবার রাতে বারাসতে এক দলীয় সভায় যোগ দেন দেবাংশু ভট্টাচার্য ৷ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দিলীপ ঘোষ এই ধরণের হুঙ্কার দিয়ে আসলে নিচুস্তরের দলীয় কর্মীদেরই সমস্যায় ফেলেন । বিধানসভা নির্বাচনের আগেও তিনি একইভাবে তৃণমূলকে হুঙ্কার দিয়ে বিজেপিকর্মীদের গাছে চড়িয়ে দিয়েছিলেন । তাঁর হুঙ্কারে স্থানীয় স্তরের কর্মীরা অতি উৎসাহিত হয়ে গ্রামের মানুষকে বোঝাতে গিয়েছিলেন । কিন্তু তাতে উলটো ফল হয়েছিল । ভোটের পর গ্রামের মানুষ ক্ষেপে গিয়েছিল বিজেপির বিরুদ্ধে ৷"

আরও পড়ুন: দুর্নীতি ইস্যুতে আবারও তৃণমূলকে বিঁধলেন দিলীপ

ভোট পরবর্তী হিংসার জন্য দিলীপ ঘোষের হুমকি বক্তব্যকেই এদিন দায়ী করেছেন তৃণমূলের রাজ্য যুবনেতা দেবাংশু ভট্টাচার্য । তাঁর কথায়, "ভোটের পর কয়েকটি জায়গায় যে অশান্তি হয়েছিল, তা দিলীপ ঘোষের হুমকি বক্তব্যের জন‍্যই ঘটেছিল । তাই দিলীপ ঘোষের মতো নেতাদের বলব এই ধরণের কথা বলবেন না । কারণ তাঁর হুঁশিয়ারিতে প্রকৃতপক্ষে বিপদে পড়েন তৃণমূল স্তরের দলীয় কর্মীরা ৷"

এদিন তিনি আরও বলেন, "কাল থেকে যদি সাধারণ মানুষ রান্নার গ‍্যাসের দাম বাড়া নিয়ে বিজেপি নেতাদের বাঁশ, চটি, জুতো, ঝাঁটা নিয়ে তাড়া করেন, দিলীপবাবুরা সামলাতে পারবেন তো ? আমরা কিন্তু সাধারণ মানুষকে আটকাতে পারব না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল-কর্মীদের রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে আটকাতে পারলেও সাধারণ মানুষের দায়িত্ব নিতে পারবে না । রান্নার গ‍্যাসের দাম কেন বাড়ল, এই নিয়ে সিলিন্ডার হাতে যদি বিজেপি নেতাদের তাড়া করে তখন দিলীপ ঘোষ সামলাতে পারবেন তো ! তখন বিজেপি নেতাদের কি হবে ? তাই দিলীপ ঘোষকে বলব, এই ধরণের হুঙ্কার দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করবেন না ৷"

বারাসতে এক দলীয় সভায় দেবাংশু ভট্টাচার্য

আরও পড়ুন: সিবিআই ও ইডির তদন্তের আওতায় সমবায়কেও আনা উচিত, মন্তব্য দিলীপের

এদিকে সিবিআই এক কুইন্টালের নিচে কাউকে ধরবে না ৷ দিলীপ ঘোষের এই মন্তব্যকেও এদিন কটাক্ষ করেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য । তাঁর বক্তব্য, "দিলীপ ঘোষ একসময় যে শুভেন্দু অধিকারীকে চোর বলতেন, তাঁকে তো সারদা-নারদা মামলায় এখনও সিবিআই ডাকেনি । বরং তিনি তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা হয়েছেন । দিলীপ ঘোষের ওই এক কুইন্টাল ফর্মুলার মধ্যে কি শুভেন্দু অধিকারীরা পড়ছেন? এটা আমার জানার ইচ্ছে রইল দিলীপ ঘোষের কাছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.