ETV Bharat / state

টিকাকরণে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ, বারাসতে বিক্ষোভ সিপিএমের

author img

By

Published : Jun 29, 2021, 7:23 PM IST

বারাসতে সিপিএমের বিক্ষোভ
ছবি

বিভিন্ন জায়গায় তৃণমূলের কো-অর্ডিনেটররা টিকার কুপন বিলি করছেন । পাচ্ছেন কেবলমাত্র শাসকদলের লোকজনই । যার ফলে টিকা নিতে গিয়ে আমজনতার হয়রানি বাড়ছে । এমনটাই অভিযোগ সিপিএমের ৷

বারাসত, 29 জুন : করোনার টিকাকরণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণ চলছে । এই অভিযোগ তুলে মঙ্গলবার বারাসতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী-সমর্থকরা । বুকে প্লাকার্ড জড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ । পরে জেলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের এক প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয় । যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় ।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ । ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও । অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ । কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ । আবার কোথাও টিকার প্রথম ডোজ় মিললেও দ্বিতীয় ডোজ়ের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে । ফলে, টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার ।

এই সবের মধ্যেই সামনে এসেছে ভুয়ো টিকাকরণ । যেখানে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে আবার শাসকদলের সখ্যতার অভিযোগ উঠেছে । এই নিয়ে সোমবারই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টিকা-কাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি । সেই সঙ্গে,পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তারই মধ্যে এবার টিকাকরণ নিয়ে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে পথে নামলেন সিপিএমের কর্মী-সমর্থকরা । এই ইস্যুতে আজ দুপুরে বারাসতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । চলে স্লোগানও ।

এই বিষয়ে সিপিএম নেতা বাবুল কর বলেন, "তৃণমূল সরকারের তৃতীয় ইনিংস শুরু হতে না হতেই জাল টিকাকরণ প্রকাশ্যে এসেছে । খোদ তৃণমূলের সাংসদ সেই টিকা নিচ্ছেন । তাই শাসকদলের অঙ্গুলিহেলন ছাড়া এই জাল টিকাকরণের শিবির হতে পারে না । আমরা চাই ঘটনার পিছনে শাসকদলের যে সমস্ত নেতা, মন্ত্রীরা জড়িয়ে আছেন, তাঁদের খুঁজে বের করা হোক । সেই সঙ্গে টিকা নিয়ে দুর্নীতি এবং স্বজনপোষণ বন্ধ হোক ।"

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কলকাতা পৌরনিগমে এসএফআই-ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

ওই সিপিএম নেতার কথায়, "বিভিন্ন জায়গায় তৃণমূলের কো-অর্ডিনেটররা টিকার কুপন বিলি করছেন । পাচ্ছেন কেবলমাত্র শাসকদলের লোকজনই । যার ফলে টিকা নিতে গিয়ে আমজনতার হয়রানি বাড়ছে । তাই স্বচ্ছতা এবং নিয়ম মেনে রাজ্যের সকল মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে । যাতে তৃতীয় ঢেউয়ে মানুষের জীবন সুরক্ষিত রাখা যায় । এই দায়িত্ব নিতে হবে সরকারকেই ।" টিকা পাঠাতে কেন্দ্রীয় সরকার বিলম্ব করছে বলেও অভিযোগ করেন তিনি ।

বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এরকম অভিযোগের কথা আমার জানা নেই । তাই নিদির্ষ্টভাবে কিছু বলতে পারব না ।"

অন্যদিকে, টিকা নিয়ে দুর্নীতি, স্বজনপোষণ, জাল টিকাকরণ কাণ্ড সহ একাধিক দাবিতে এদিন দুপুরে বসিরহাটে স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনেও প্লাকার্ড জড়িয়ে বিক্ষোভ দেখান সিপিএমের নেতা ও কর্মীরা । পরে, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় সিপিএম নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.