ETV Bharat / state

করোনা মোকাবিলায় বিধায়কের উদ্যোগে বসিরহাটে কমিউনিটি কিচেন, হেল্পলাইন নম্বর

author img

By

Published : May 24, 2021, 7:06 AM IST

বসিরহাটে চালু হল কমিউনিটি কিচেন, হেল্পলাইন নম্বর ৷
বসিরহাটে চালু হল কমিউনিটি কিচেন, হেল্পলাইন নম্বর ৷

বসিরহাটের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রবিবার চালু হল কমিউনিটি কিচেন ৷ পাশাপাশি দু'টি হেল্পলাইন নম্বরও চালু করলেন বিধায়ক ৷ সেগুলি হল- 7908822536 এবং 9851446819 ৷ করোনা আক্রান্ত এবং দুঃস্থ মানুষের সহায়তাতেই বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে এই উদ্যোগ নেওয়া হল বলে জানান তিনি ৷

বসিরহাট, 24 মে : করোনা আক্রান্ত এবং দুঃস্থ মানুষের সহায়তায় কমিউনিটি কিচেন চালু হল বসিরহাটে । তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রবিবার এই কমিউনিটি কিচেন চালু হয় বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে । এদিন কমিউনিটি কিচেনের সূচনা করেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক । হাজির ছিলেন শাসকদলের যুব নেতা সুরজিৎ মিত্র ও তৃণমূলের বেশ কয়েকজন কো-অর্ডিনেটর । এই কমিউনিটি কিচেন থেকে প্রতিদিন 600 মানুষের কাছে রান্না করা প্যাকেট বন্দি খাবার পৌঁছে দেওয়া হবে । এছাড়াও করোনা রোগীদের পাশে দাঁড়াতে দু'টি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে বিধায়কের তরফে । যার নম্বর 7908822536 এবং 9851446819 ৷ এই দু'টি হেল্পলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে সাহায্যের জন্য ৷ শুধু তাই নয়, রোগীদের সুবিধার্থে এদিন বসিরহাট জেলা হাসপাতালে সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে তৃণমূলের উদ্যোগে ।

করোনার সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যে রাজ্যে কার্যত লকডাউন জারি হয়েছে । বিপদে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ ৷ কাজ না থাকায় টান পড়েছে রুটি রুজিতেও । অন্যদিকে, বসিরহাট পৌর এলাকাতেও থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস । পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী । সংক্রমণের জেরে বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেউই । যাঁদের আর্থিক সামর্থ্য আছে তাঁরা হোম ডেলিভারির মাধ্যমে খাবারের ব্যবস্থা করতে পারছেন । কিন্তু সেই সামর্থ্য নেই অনেক পরিবারেরই । এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় । স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে এদিন বসিরহাটের মির্জাপুরে কমিউনিটি কিচেন চালু করলেন তিনি । এই কমিউনিটি কিচেন থেকে ঘূর্ণিঝড় যশের প্রভাবে দুর্গতদের কাছেও খাবার পৌঁছে দেওয়ার শপথ নিয়েছেন শাসক নেতারা ।

সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনার উদ্ভুত পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার ভাবনা নিয়েই এদিন কমিউনিটি কিচেন চালু করা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন করোনা আবহে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে । সেই নির্দেশিত পথেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । এটা আমার একার কৃতিত্ব নয় । তৃণমূল নেতৃত্বের ঐক্যবদ্ধ প্রয়াসেই কমিউনিটি কিচেন করা সম্ভব হয়েছে ৷" আগামী দিনে এই কমিউনিটি কিচেন থেকে পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও খাবার খাবার পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক ।

পাশাপাশি করোনা পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগীদের পাশে দাঁড়াতে বসিরহাট জেলা হাসপাতালে সহায়তা কেন্দ্র চালু করেছে যুব তৃণমূল নেতৃত্ব । এই সহায়তা কেন্দ্র থেকে রোগীর পরিবারের কাছে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.