ETV Bharat / state

Chiranjeet on Corruption: সিনেমার রোজগারেই সংসার চলে যায়, তাই ইডি-সিবিআই পছন্দ করে না: চিরঞ্জিৎ

author img

By

Published : Mar 28, 2023, 9:52 PM IST

Chiranjeet Chakraborty claims he earned enough money as an actor and does not need more
সরকারি অনুষ্ঠানমঞ্চ থেকেই খোঁচা

দুর্নীতিতে অভিযুক্তদের নাম না করে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet on Corruption) ৷ সরকারি প্রকল্পের উদ্বোধনে এসে কী বললেন তিনি ?

নিজেকে কার্যত সৎ বলে দাবি করলেন বিধায়ক

বারাসত, 28 মার্চ: "সিনেমায় অভিনয় করে সারাজীবন যা আয় করেছি, তাতেই আমার সংসার ভালোভাবে চলে যায় ৷ তাই, অন‍্য উপায়ে টাকা রোজগারের প্রয়োজন হয় না ! সেই কারণেই হয়তো ইডি,সিবিআইয়ের আমাকে খুব একটা পছন্দ নয় ৷ আমি ইডি, সিবিআইয়ের হাতের বাইরে রয়েছি !" মঙ্গলবার উত্তর 24 পরগনার বামনগাছিতে 'পথশ্রী' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet on Corruption) ৷

এখন প্রশ্ন উঠছে, সরকারি অনুষ্ঠানমঞ্চ থেকে হঠাৎ করে আগ বাড়িয়ে তিনি কেন নিজের 'সততার পরিচয়' দিতে গেলেন ? তাহলে কি দুর্নীতি ইস্যুতে নিজের দলের নেতা,মন্ত্রী এবং বিধায়কদেরই খোঁচা দিলেন চিরঞ্জিৎ ? যদিও পরে এর ব‍্যাখা দিতে গিয়ে তিনি বলেন, "আমি বিলাসবহুল গাড়িতে চড়ি না ৷ আমার জীবনযাপন অতি সাধারণ ৷ সেভাবেই আয় করেছি, যাতে আমার সংসার চলে যায় ৷ আমি শুধু সেটুকুই বোঝাতে চেয়েছি ৷"

রাজ‍্যের অন‍্যান‍্য জেলার সঙ্গে এদিন উত্তর 24 পরগনার গ্রামীণ এলাকাতেও 'পথশ্রী' এবং 'রাস্তাশ্রী' প্রকল্পের উদ্বোধন করা হয় ৷ এমনই একটি প্রকল্পের উদ্বোধন করতে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনগাছিতে পৌঁছে যান বারাসতের বিধায়ক ৷ সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় বিডিও এবং তৃণমূল জনপ্রতিনিধিদের সামনেই উন্নয়ন নিয়ে কথা বলতে শুরু করেন তিনি ৷ তারপর আচমকাই চলে যান অন্য প্রসঙ্গে ৷ বলেন, "আমি রাজনীতির লোক নই ৷ রাজনীতির বাইরের লোক ৷ তা সত্ত্বেও আপনারা আমাকে বিধায়ক হিসেবে টানা তিনবার জিতিয়েছেন ৷ 12-15 বছর ধরে আপনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ৷ রাজনীতি আমাকে বাঁচিয়ে রাখেনি ৷ আমাকে বাঁচিয়ে রেখেছে আমার অভিনীত সিনেমা ৷ কেন জানেন ? কারণ, আপনারা টিকিট কেটে সেইসব সিনেমা দেখেছেন ৷ তা থেকে সারাজীবনে আমি যা আয় করেছি, তাতেই আমার চলে যাচ্ছে ৷ অসৎ উপায়ে আয় করার প্রয়োজন হয়নি !" ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, দুর্নীতি থেকে নিজের দূরত্ব প্রমাণ করতেই সুকৌশলে নিজের সততার উল্লেখ করেছেন চিরঞ্জিৎ ৷ একইসঙ্গে, দলের দুর্নীতিগ্রস্তদেরও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷

আরও পড়ুন: 'ধনকড়-খেলা শুরু হয়ে গিয়েছে', আনন্দ বোসকে নিয়ে কটাক্ষ চিরঞ্জিতের

মঞ্চে তাঁর মন্তব্য নিয়ে পরবর্তীতে চিরঞ্জিৎকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে চিরঞ্জিৎ দু'রকমের কথা বলেন ৷ একবার তিনি মন্তব্য করেন, "যদি কেউ অন‍্যায় করে থাকেন, তাঁকে তো ইডি, সিবিআই ডাকবেই ! নিশ্চয় কোথাও কোনও গলদ রয়েছে !" আবার পরক্ষণেই তিনি সকলকে মনে করিয়ে দেন, কাউকে গ্রেফতার করা হলে, বা তাঁকে ইডি-সিবিআই ডাকলেই তিনি অপরাধী হয়ে যান না ৷ যতক্ষণ না আদালতে কেউ দোষী সাব্যস্ত হচ্ছেন, ততক্ষণ তিনি কেবলই সন্দেহভাজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.