ETV Bharat / state

CBI in Education Scam: শিক্ষক নিয়োগ কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি ও আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই হানা

author img

By

Published : May 4, 2023, 6:22 PM IST

Etv Bharat
সিবিআই হানা

শিক্ষক নিয়োগ মামলায় বুধবারই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই ৷ তার 24 ঘণ্টার মধ্যে রাজ্যের ছয় জায়গায় একযোগে হানা দিল সিবিআই ৷

নিউটাউন ও নিউ ব্যারাকপুর, 4 মে: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে রাজ্যে ছানবিন শুরু করল সিবিআই ৷ এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবার হানা দিল সিবিআইয়ের আধিকারিকরা ৷ পাশাপাশি তাঁর আপ্ত সহায়কের নিউ ব্যারাকপুরের বাড়িতেও এদিন পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা ৷ জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মোট ছয় জায়গায় একযোগে এদিন তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

বুধবারই শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই ৷ সূত্রের খবর, সেই রিপোর্টে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিষয়ে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সব জানতেন বলেও রিপোর্টে দাবি করেছে সিবিআই ৷ শীর্ষ আদালতে সেই রিপোর্ট জমা দেওয়ার 24 ঘণ্টার মধ্যে ফের রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযানে নামল সিবিআই ৷ এদিন সকাল সাড়ে ন'টা নাগাদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের একটি বিশেষ দল। পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ওএসডি'র নিউটাউনের ফ্ল্যাটে প্রায় ছয় ঘণ্টার উপরে তল্লাশি চালায় সিবিআই।

এদিন রাজ্যের ছয় জায়গায় সিবিআইয়ের বিশেষ অভিযান শুরু হয়েছে। উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র রোডে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে এদিন আরও একবার পৌঁছে সিবিআই। এর আগেও বেশ কয়েকবার কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা হানা দিয়েছিল তাঁর বাড়িতে ৷ তবে শুধুমাত্র একবার তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। অন্য সময়ে, পার্থ চট্টোপাধ্য়ায়ের আপ্ত সহায়ককে কখনও নিজাম প্যালেস, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ প্রতি ক্ষেত্রেই অবশ্য গোয়েন্দাদের ডাকে হাজিরা দিয়েছিলেন তিনি।

সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ফের বেশ কিছু নতুন তথ্যের হদিশ পেয়েছেন গোয়ান্দারা ৷ সেই ভিত্তিতেই ফের একবার মন্ত্রীর আপ্ত সহায়ক সুকান্ত আচার্য এবং ওএসডি'র বাড়িতে যায় সিবিআই। এদিন সকাল 10টা নাগাদ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা নিউ ব্যারাকপুরে সুকান্ত আচার্যের বাড়িতে পৌঁছে যান। তবে এদিন সুকান্ত আচার্যকে বাড়ির বাইরে দেখা যায়নি ৷ তাঁর বাবা জানান, সুকান্ত আচার্য বাড়িতে নেই ৷ তাঁকে প্রশ্ন করলে তিনি মেজাজ হারান এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। তবে সিবিআই সূত্রে খবর, এদিন শিক্ষা দুর্নীতি নিয়েই রাজ্যের ছয় জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ প্রায় পাঁচ ঘণ্টা তারা তল্লাশি চালায় সুকান্ত আচার্যর বাড়িতে ৷ এদিন সুকান্ত আচার্যের বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র সিবিআই নিয়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন: সরকারি টাকা লুটের অভিযোগে আটক অভিষেকের কনভয়, 'চোর' স্লোগান গ্রামবাসীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.