ETV Bharat / state

Tarpaulin Controversy: সরকারি লোগো দেওয়া ত্রাণের ত্রিপল দিয়ে হোটেলের ছাউনি, খোলা হল প্রশাসনিক হস্তক্ষেপে

author img

By

Published : May 14, 2023, 11:11 AM IST

সরকারি লোগো দেওয়া ত্রাণের ত্রিপল হোটেল ছাউনিতে ব‍্যবহার করার অভিযোগ উঠল আমডাঙার হোটেল মালিকের বিরুদ্ধে । বিতর্ক শুরু হতেই হস্তক্ষেপ করল প্রশাসন । খুলে ফেলা হল ত্রাণের সেই ত্রিপল ।

Tarpaulin Controversy
Tarpaulin Controversy

সরকারি লোগো দেওয়া ত্রাণের ত্রিপল দিয়ে হোটেলের ছাউনি

আমডাঙা, 14 মে: পঞ্চায়েত থেকে ত্রাণের জন্য দেওয়া হয়েছিল সরকারি লোগো দেওয়া ত্রিপল ! অথচ সেই ত্রিপলই বাড়িতে ব্যবহার না করে ব‍্যবসায়িক কাজে ব‍্যবহারের অভিযোগ উঠল হোটেল মালিকের বিরুদ্ধে । যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । ঘটনাটি উত্তর 24 পরগনার আমডাঙা ব্লকের । বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন । স্বয়ং বিডিও সৌমেন বণিক শনিবার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন । এরপরই বিডিও-র নির্দেশে খুলে ফেলা হয় সরকারি লোগো দেওয়া সেই ত্রিপল । পাশাপাশি, হোটেল মালিক সোহারাব মণ্ডলকেও সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । যদিও না বুঝেই তিনি এই অনৈতিক কাজ করে ফেলেছেন বলে সাফাই দিয়েছেন সোহারাব ।

জানা গিয়েছে, সোহারাবের বাড়ি উত্তর 24 পরগনার হাবরা ব্লকের গুমা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় । আমডাঙা বিডিও অফিসের পাশে রাস্তার ধারে তাঁর একটি খাবারের হোটেল রয়েছে । ঘূর্ণিঝড় 'মোকা'-র জন্য সম্প্রতি পঞ্চায়েত থেকে তাঁকে একটি ত্রিপল দেওয়া হয় ত্রাণের কাজে ব‍্যবহার করার জন্য । তাতে সরকারি লোগো দেওয়া ছাপও রয়েছে । সেই ত্রিপলই সোহারাবের ব্যবহার করার কথা বাড়ির ছাউনিতে । অথচ, তিনি তা না করে সেই সরকারি লোগো দেওয়া ত্রিপল নিয়ে চলে আসেন হোটেলে । পরবর্তীতে তা হোটেলের ছাউনির কাজে ব্যবহার করেন সোহারাব ।

এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । কিন্তু,প্রশ্ন হল সরকারি লোগো দেওয়া ত্রাণের ত্রিপল কীভাবে হোটেলের ছাউনি হিসেবে ব্যবহার করা হল !প্রশাসন কিংবা স্থানীয় পঞ্চায়েতই বা কী করছিল ? কেন ঘটনার পরপরই তাঁদের নজরে এল না বিষয়টি ? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে ।

এ দিকে, বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই তাতে হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন প্রশাসনের আধিকারিকরা । বিডিও সৌমেন বণিকের নির্দেশে শেষ পর্যন্ত খুলে ফেলা হয় সরকারি লোগো দেওয়া সেই ত্রিপল । এই বিষয়ে বিডিও সৌমেন বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে জানা যায়, সরকারি এই ত্রিপলটি হোটেল মালিককে দেওয়া হয়েছিল গুমা 2 নম্বর পঞ্চায়েত থেকে । তিনি সেই ত্রিপল বাড়িতে ব্যবহার না করে হোটেলের ছাউনি হিসেবে ব্যবহার করেছেন । এটা করা উচিত হয়নি। তিনি তাঁর দোষ স্বীকার করে মুচলেকা দিয়ে ত্রিপলটি সেখান থেকে খুলে নিয়ে গিয়েছেন । প্রশাসন সঠিক সময়েই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে হোটেল মালিক সোহারাব মণ্ডল বলেন, "আমার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় । না বুঝেই ঘটনাটি ঘটিয়ে ফেলেছি ।বিষয়টি নিয়ে এত বিতর্ক তৈরি হবে জানলে এ রকমটা করতাম না । অল্প সময়ের জন‍্যই ত্রিপলটি বাড়ি থেকে খুলে ব‍্যবসার জন্য ব্যবহার করেছিলাম । পরে হোটেল থেকে তা খুলে আবারও ব‍্যবহার করা হয়েছে বাড়ির ছাউনিতে ৷"

আরও পড়ুন: এক গলা জলে দাঁড়িয়ে ত্রিপল চাইছেন ওঁরা, ঘাটালে ত্রাণ বিলির করুণ ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.