ETV Bharat / state

Arjun Singh : বস্ত্রমন্ত্রীর সঙ্গে কথা ইতিবাচক, দিল্লি থেকে ফিরে জানালেন অর্জুন

author img

By

Published : May 2, 2022, 10:07 PM IST

তাঁর দল পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) ৷

BJP MP Arjun Singh
দিল্লি থেকে ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং

কলকাতা, 2 মে : দিল্লি থেকে কলকাতা ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh Returns From Delhi) ৷ সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "এটা একটা প্রক্রিয়া চলছে । বস্ত্রমন্ত্রীর সঙ্গে দেখা হল । আগে ওনাদের সেরকম ইতিবাচক মনে না হলেও এখন ইতিবাচক কথা হয়েছে । আর এজন্যই মিটিংটা ডাকা হয়েছে, আমরা আশাবাদী ৷"

রাজ্যে হিংসার ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় মিছিল করে বঙ্গ বিজেপি নেতৃত্ব ৷ কিন্তু এদিনের মিছিলে দেখা মেলেনি অর্জুন সিংয়ের ৷ ফলে তাঁর বর্তমান অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ৷ এই প্রসঙ্গে এদিন অর্জুন জানান, মিছিলে না যাওয়া নিয়ে তাঁর দল বদলের কোনও সম্পর্ক নেই ৷ কারণ বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে এদিন তাঁর বৈঠক ছিল ৷ দল সেকথা জানে ৷ দলই তাঁকে ওই বৈঠকে পাঠিয়েছিল ৷

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন, বাড়ল তৃণমূল ফেরার জল্পনা

রাজ্যের পাট শিল্পের কৃষক-শ্রমিকদের স্বার্থে অর্জুন সিং যে অবস্থান নিয়েছেন তার সঙ্গে সহমত পোষণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন রাজ্যে প্রায় 40 লক্ষ পাট চাষি আছেন, তাঁদের কথা ভাবা উচিত ৷ এপ্রসঙ্গে অর্জুন বলেন,"অধীর দা ঠিক কথা বলেছেন । আমিও তো বলেছি রাজ্যে 40 লক্ষ পাট চাষি আছে, তার সঙ্গে তাঁদের পরিবারের 4 জন করে সদস্য হলে মোট 1 কোটি 60 লক্ষ মানুষ আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.