ETV Bharat / state

BJP Leaders left WhatsApp Group: বিজেপির অন্দরে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ চলছেই, এবার গ্রুপ ছাড়লেন বারাসতের দুই নেতা

author img

By

Published : Dec 29, 2021, 5:19 PM IST

পাঁচ মতুয়া বিধায়ক ও বাঁকুড়ার চার বিধায়কের পর এবার বিজেপি'র হোয়াটসঅ্য়াপ গ্রুপ ছাড়লেন বারাসতের দুই বিজেপি নেতা ( (Two BJP Leaders from Barasat left Party WhatsApp Group)

BJP Leaders left Whatsapp Group
বিজেপির অন্দরে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ চলছেই

বারাসত, 29 ডিসেম্বর : বিজেপির অন্দরে অস্বস্তি যেন কিছুতেই থামছে না । বরং বিদ্রোহ বেড়েই চলছে । দলের পাঁচ মতুয়া বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন বারাসতের দুই দলীয় পদাধিকারীও (Two BJP Leaders from Barasat left Party WhatsApp Group) । তাঁরা হলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস এবং জেলা বিজেপির সহ-সভাপতি শংকর দাস । বিজেপির জেলা সভাপতি পরিবর্তনের পরই এই দু'জন দলের জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এসেছেন বলে খবর । যদিও এই দুই নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন দলের বারাসত সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি তাপস মিত্র ।

রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি'র শোচনীয় ফলাফলের পরে রাজ্য বিজেপির সভাপতি পদে রদবদল করেছিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব ৷ দিলীপ ঘোষকে সরিয়ে সেই পদে আনা হয় সুকান্ত মজুমদারকে ৷ সম্প্রতি কলকাতা পৌরনির্বাচন মিটতেই রদবদল হয়েছে বিজেপির রাজ্য কমিটিতে ৷ রদবদল হয়েছে বিজেপির জেলা সংগঠনেও । দলের 39টি জেলা সংগঠনের সভাপতির পদ থেকে পুরনোদের সরিয়ে সেখানে নতুন মুখ নিয়ে আসা হয়েছে । রাজ্য ও জেলা বিজেপির সংগঠনে এই পরিবর্তনের পরই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে বিধায়ক ও দলীয় নেতাদের মধ্যে ।

আরও পড়ুন : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ

প্রথমে দলের বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন উত্তর 24 পরগনা এবং নদীয়া জেলার পাঁচ মতুয়া বিধায়ক । এরপর তাঁদের দেখানো পথে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বাঁকুড়ার আরও চার বিজেপি বিধায়ক । এবার সেই পথেই হাঁটতে দেখা গেল দলের বারাসত সাংগঠনিক জেলার দুই পদাধিকারী বিজেপি নেতাকেও । বিজেপির অন্দরের খবর,অনুপ দাস ও শংকর দাস দু'জনেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ । দীর্ঘদিন ধরেই এরা সংগঠন করে আসছেন । জেলা রাজনীতিতে দু'জনেই পরিচিত মুখ । বারাসত জেলা বিজেপির সভাপতির দৌড়ে ছিলেন দিলীপ ঘনিষ্ঠ এই দুই নেতা । কিন্তু,তাঁদের কাউকেই না করে সেই জায়গায় বারাসত সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় বিজেপি নেতা তাপস মিত্রকে । এরপরই জেলা বিজেপির এই দুই নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে ।

বিজেপির অন্দরে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ চলছেই, এবার গ্রুপ ছাড়লেন বারাসতের দুই নেতা

এই বিষয়ে বিজেপি নেতা শংকর দাস বলেন, "দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিজেপি করেছি । তখন কোনও প্রত্যাশা কিংবা চাহিদা কিছুই ছিল না । শুধু দলের আদর্শ মেনে নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছি । কিন্তু,আর কতদিন ! আমরাও তো দলের অংশ । দলের বিস্তারে আমাদের মতো নেতাদেরও ভূমিকা রয়েছে । তাই, রাজ্য নেতৃত্বই সিদ্ধান্ত নিক,তাঁরা কী করবেন । মনের বেদনা থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছি । শুধু আমি নয়, এরকম অনেকেই জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন ৷" যদিও আরেক বিজেপি নেতা অনুপ দাস দলের বিরুদ্ধে কোনও কথা বলেননি । শুধু তিনি বলেন, "ব্যক্তিগত কিছু কারণেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এসেছি । তবে, দলের প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও রয়েছি । স্বাভাবিক নিয়মেই দলের জেলা সভাপতি পরিবর্তন হয়েছে । এর সঙ্গে জেলা সভাপতি পরিবর্তনের কোনও যোগ নেই । বিজেপিতে ছিলাম, আগামীদিনেও দলে থাকব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.