ETV Bharat / city

Uneasiness in Bengal BJP : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ

author img

By

Published : Dec 25, 2021, 6:48 PM IST

Updated : Dec 25, 2021, 10:29 PM IST

শনিবার সকালে প্রকাশ্যে আসে বিজেপির জেলা কমিটি ৷ সেখানে দলের সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয় ৷ পাশাপাশি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও নাম জানানো হয়েছে ৷ তার পরই শুরু হয়েছে এই বিদ্রোহ (bjp mla from matua dominated area left party whatsapp group) ৷

bjp mla from matua dominated area left party whatsapp group
5 BJP MLA Left Whatsapp Group : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ

কলকাতা, 25 ডিসেম্বর : রাজ্য কমিটি ঘোষণার পর হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷ আর জেলা কমিটি ঘোষণা হওয়ার পর বঙ্গ-বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নিলেন পাঁচজন বিধায়ক (5 BJP MLA Left Whatsapp Group) ৷ তাৎপর্যপূর্ণভাবে তাঁরা সকলেই মতুয়া অধ্যুষিত অঞ্চল থেকে জিতেছেন ৷

bjp mla from matua dominated area left party whatsapp group
মুকুট মণি ও অম্বিকা রায়

প্রসঙ্গত, আজই সকালে বিজেপির নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় ৷ পশ্চিমবঙ্গের 42 টি সাংগঠনিক জেলার সভাপতি ও ভারপ্রাপ্ত নেতাদের নাম জানানো হয় ৷ আর তার পরই এই বিদ্রোহ শুরু হয় ৷

bjp mla from matua dominated area left party whatsapp group
সুব্রত ঠাকুর, অসীম সরকার

বিজেপি সূত্রে খবর, পদাধিকার বলে দলের রাজ্য সভাপতিই বেছে নিতে পারেন জেলা সভাপতিদের ৷ সেই নিয়ম মেনে এবার জেলা কমিটি তৈরি করেছেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে এদিন তা ঘোষণা করা হয় ৷ ঘোষণার পর দেখা যায় কমিটিতে বেশ কিছু রদবদল করা হয়েছে ৷ যেমন - বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন মনস্পতি দেব । তাঁর নাম তালিকা থেকে বাদ গিয়েছে ৷ বদলে ওই পদে এসেছেন রামপদ দাস ।

bjp mla from matua dominated area left party whatsapp group
হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ছবি

তার পরই ওই এলাকার বিজেপি বিধায়করা একে একে দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নিতে শুরু করেন ৷ সেই তালিকায় রয়েছেন - গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ।

bjp mla from matua dominated area left party whatsapp group
হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ছবি

এঁরা সকলেই মতুয়া অধ্যুষিত এলাকার বিধায়ক ৷ তার উপর সুব্রত ঠাকুরের ভাই শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ ৷ তিনি কেন্দ্রে মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী ৷ ফলে এই ঘটনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে ।

বঙ্গ-রাজনীতির ভোট পরিসংখ্যান নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলছেন যে এই ঘটনার যথেষ্ট গুরুত্ব রয়েছে ৷ কারণ, বাংলার মতুয়া ভোটের বড় অংশই এখন বিজেপির দখলে ৷ 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়ে যাবে ৷

bjp mla from matua dominated area left party whatsapp group
হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার ছবি

যাঁদের সমর্থন রয়েছে বিজেপির উপর, তাঁদের কোনও প্রতিনিধি কেন বঙ্গ-বিজেপির রাজ্য ও জেলা কমিটিতে কেন নেই সেই প্রশ্ন উঠছে ৷ বিজেপি সূত্রের খবর, সেই ক্ষোভ থেকেই ওই পাঁচজন বিধায়ক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বিদায় নেন ৷ তাছাড়া শান্তনু ঠাকুরের কয়েকজন অনুগামীও গ্রুপ ত্যাগ করেছেন ৷

আরও পড়ুন : Changes in BJPs District Organisation : লোকসভা অনুযায়ী জেলা সংগঠন বিজেপির, 36টি সাংগঠনিক জেলার দায়িত্বে নতুন মুখ

তবে এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই কোনও মন্তব্য করিতে চাননি । কিন্তু এই বিদ্রোহের জেরে পরিস্থিতি শেষ পর্যন্ত কী হয়, সেই দিকেই আপাতত তাকিয়ে রাজনৈতিক মহল ৷

Last Updated : Dec 25, 2021, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.