ETV Bharat / state

Dilip Slams Becharam: জনভিত্তিহীন নেতারাই এমন বলেন, বেচারামকে কটাক্ষ দিলীপের

author img

By

Published : Dec 19, 2022, 2:48 PM IST

সোমবার সকালে কলকাতা থেকে দিল্লির পথে রওনা দেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন ৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করলেন ৷

ETV Bharat
বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

জনভিত্তিহীন নেতারাই এমন বলেন, বেচারামকে কটাক্ষ দিলীপের

কলকাতা, 19 ডিসেম্বর: পুলিশকে নিয়ে হুগলির সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে ৷ সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সেই নিয়েই মুখ খুললেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, ‘‘যাঁরা পার্টিতে গুরুত্ব পান না, রাজনীতিতে গুরুত্ব পান না, তাঁরা নিজের অস্তিত্ব রক্ষা করতে এ ধরনের মন্তব্য মাঝেমধ্যেই করেন । যাঁদের কোনও জনভিত্তি নেই, তাঁরা এই ধরনের কথা বলেন ।’’

এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কথাও ৷ তিনি বলেন, ‘‘বিধানসভায় আমাদের নেতা আইপিএসদের ব্যাগ প্যাক করে রাখতে বলেছিলেন । মারতে বলেননি । তাতেই সংবিধান বিরোধী-সহ কত কিছু বলা হল । আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, পুলিশকে চাবকানো দরকার ৷ তাঁদের নেতা বলেন, পুলিশকে বোমা মারুন, আছাড় মারুন ।’’

একই সঙ্গে মেদিনীপুরের সাংসদের সংযোজন, ‘‘আমরা মারিনি । আমরা গণতন্ত্র মানি । যাঁরা মানেন না, তাঁরা পুলিশকে তাঁদের মতো করে পরিচালনা করতে চান । যখন পারেন না, তখন এসব বলেন ।’’ যদিও বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা মারের বদলে মার দেওয়ার নিদান দিয়েছেন বলে অভিযোগ ৷ সেই নিয়ে দিলীপ ঘোষ বললেন, ‘‘ঠিক বলেছেন । মার খাওয়ার জন্য আমরা রাজনীতি করি না । যেখানে সুযোগ পাব, যোগ্য জবাব দেব ।’’

এদিন নয়াদিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই ইস্যু ছাড়াও আরও অনেক বিষয়ে মন্তব্য করেছেন ৷ তার মধ্যে আর্জেন্টিনার বিশ্বজয় থেকে আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনাও নিয়ে প্রতিক্রিয়াও ছিল ৷ রবিবার রাতের বিশ্বকাপ ফাইনালকে তিনি ‘মারাত্মক খেলা’ বলে উল্লেখ করেছেন ৷ আবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির চক্রান্তের তত্ত্বে সিলমোহর দিয়েছেন ৷

এদিকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ‘সব পার্টিতে চোর আছে’, এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, ‘‘উনি ঠিক বলেছেন । সমাজে সব ধরনের লোক আছে । পার্টিতেও আছে । কিন্তু তৃণমূলে বেশিরভাগটাই চোর আছে । সেখানে শোভনদেব কষ্ট করে টিকে আছেন । এটা ওঁকে শোভা দেয় না ।’’

কিন্তু ইদানীং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হলেই তাঁর সামনে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উত্থাপন করা হচ্ছে ৷ তাঁর সঙ্গে কি শুভেন্দুর দ্বৈরথ রয়েছে, এই বিষয়টি সম্পর্কে তাঁর কি মত, তা জানার চেষ্টা হচ্ছে ৷ গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছিলেন বঙ্গ বিজেপির সদর দফতরে ৷ সেখানে তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ গেরুয়া শিবিরের একটি অংশের দাবি, ওই বৈঠকে শাহী-ধমক খেয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁকে সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন অমিত ৷

সোমবার এই প্রশ্নই করা হয় দিলীপকে ৷ আসল সত্যিটা কি, তা জানতে চাওয়া হয় ৷ উত্তরে বিজেপির জাতীয় সহ-সভাপতি বলেন, ‘‘আমার জানা নেই । আমাকে কেউ কিছু বলেনি । জল্পনা অনেক হয় । ঠিক কী ঘটেছে, যাঁরা কাছে ছিলেন, তাঁরা বলতে পারবেন ।’’

এছাড়া আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে দিলীপের বক্তব্য, ‘‘এটা আরও বাড়বে । এর নামে ও অভিযোগ করছে । বিডিও-রা তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে । আমরা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেব ।’’ আর চাকরিপ্রার্থীদের মহাজোট নিয়ে তাঁর মত, ‘‘যোগ্যরা বঞ্চিত । টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করছেন । শিশুদের ভবিষ্যত নষ্ট করছেন । তারা আন্দোলন করছেন । তাদের অধিকার আছে । আমরা নৈতিক ভাবে সঙ্গে আছি ।’’

আরও পড়ুন: ভিন্নমত হলেও একই আদর্শ নিয়ে বিজেপিতে কাজ করি, শুভেন্দু প্রসঙ্গ বললেন দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.