ETV Bharat / state

Biman Bose on Budget: 'বছর বদলেছে বাজেট নয়' কটাক্ষ বিমানের

author img

By

Published : Feb 2, 2023, 12:16 PM IST

Biman Bose on Budget
বিমান বসু শ্রমমন্ত্রী শান্তিরঞ্জন ঘটকের জন্মদিনে

প্রয়াত প্রাক্তন শ্রমমন্ত্রী শান্তিরঞ্জন ঘটকের 101তম জন্মদিন পালন করল বঙ্গ সিপিএম (Bengal CPM) ৷ বৃহস্পতিবার তাঁর স্মৃতিচারণায় কামারহাটি পৌর এলাকায় একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু-সহ অন্য নেতারা ৷ এদিন বিমান বসু (Biman Bose) বাজেট নিয়ে জানান, এই বাজেটের সঙ্গে আগের বাজেটের কোনও মৌলিক তফাৎ নেই ৷

ব্য়ারাকপুর, 2 ফেব্রুয়ারি: প্রয়াত বিশিষ্ট শিক্ষক তথৈা শ্রমিক আন্দোলনের নেতা এবং প্রাক্তন বিধায়ক শান্তিরঞ্জন ঘটক 101তম জন্মদিন পালিত হল ৷ তিনি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়কের পাশাপাশি কামারহাটি বিধানসভা কেন্দ্রেরও বিধায়ক ছিলেন ৷ এছাড়াও বামফ্রন্ট সরকারের প্রাক্তন শ্রমমন্ত্রীও ছিলেন শান্তিরঞ্জন ঘটক ৷ তাঁর বর্ণময় জীবন সংগ্রহ করে রাখতে কামারহাটি পৌর অঞ্চলের সিপিএমের যৌথভাবে পাঁচটি এরিয়া কমিটি জন্ম শতবর্ষ উদযাপন করে ৷ সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু ৷ এদিন বাজেট নিয়ে মন্তব্য় করেন তিনি (Biman Bose Slams Union Budget) ৷ বললেন, এই বাজেটের সঙ্গে আগের বাজেটের কোনও মৌলিক তফাৎ নেই ৷

কমিটির পক্ষ থেকে আজকের অর্থাৎ বৃহস্পতিবারের এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় তাঁর জন্ম শতবর্ষ কর্মসূচি ৷ এই বর্ণাঢ্য পদযাত্রার কর্মসূচির উদ্বোধন করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৷ আরিয়াদহতে তাঁর বাড়ির সামনে শান্তি রঞ্জন ঘটকের প্রতিকৃতিতে মাল্যদান করে এই কর্মসূচি শুরু করা হয়। আজকের এই বর্ণাঢ্য পদযাত্রায় উপস্থিত ছিলেন বিমান বসু ছাড়াও মানস মুখোপাধ্যায়, সিপিএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মৃণাল চক্রবর্তী ৷ এছাড়াও ছিলেন সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক সুভাষ মুখোপাধ্যায়, সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি গার্গী চট্টোপাধ্যায়, সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সোমনাথ ভট্টাচার্য ৷

সেই সঙ্গে ছিলেন, সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি এবং সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার ও অন্যান্য়রা ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম-এর কর্মী-সমর্থক এবং শান্তিরঞ্জন ঘটককে যারা শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন তাঁরাও এই বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করেন ৷ এই বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় আরিয়াদহ সখেরবাজার থেকে ফিডার রোড ধরে বিটি রোড হয়ে রথতলা মোড় হয়ে বেলঘড়িয়া ব্রিজ হয়ে, পূর্ব বেলঘড়িয়া বাদামতলা মোড়ে শেষ হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় জোটের পথে কংগ্রেস-সিপিএম, আসন সমঝোতা নিয়ে কমিটি গঠন

উপস্থিত বিমান বসু এদিন বাজেট প্রসঙ্গে বলেন, "এই বাজেটের সঙ্গে আগের বাজেটের কোনও মৌলিক তফাৎ নেই ৷" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে দুর্বৃত্তরা রয়েছে ৷ এই প্রসঙ্গে বিমান বসু বলেন, "তৃণমূলের কারণে রাজ্যে যেখানেই যে দুর্নীতি হচ্ছে তার সঙ্গেই এই দলের সম্পর্ক রয়েছে ৷" বারাসাতের গ্রাম পঞ্চায়েতে স্কুল নির্মাণের ফলক থাকা সত্ত্বেও স্কুলের কাজ হয়নি এই প্রসঙ্গে বিমান বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সরকারি প্রোগ্রামে যদি পার্টির প্রোগ্রাম হয় তাহলে পার্টির প্রোগ্রামে সরকারি প্রোগ্রাম হতেই পারে ৷" বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেফতারী প্রসঙ্গে বিমান বসু বলেন, "উনি একজন বিধায়ক, বিধায়ককে এইভাবে পুলিশের গ্রেফতার করাটা ঠিক হয়নি, নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের ঘটনা আমি সমর্থন করি না, তাঁর মুক্তির দাবি জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.