ETV Bharat / state

Bidhannagar Arrest : অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে মহিলা কর্মীকে প্রতারণা, ধৃত বেসরকারি সংস্থার মালিক

author img

By

Published : May 31, 2022, 4:01 PM IST

bidhannagar-police-arrest-a-person-who-allegedly-blackmailed-female-employee-by-showing-intimate-photos
Bidhannagar Arrest : অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে মহিলা কর্মীকে প্রতারণা, ধৃত বেসরকারি সংস্থার মালিক

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সুনীল জয়স্বল নামে একটি বেসরকারি সংস্থার মালিককে গ্রেফতার করেছে ৷ তার বিরুদ্ধে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে মহিলা কর্মীকে প্রতারণা করার অভিযোগ উঠেছে (Bidhannagar Police Arrest a Person who Allegedly Blackmailed Female Employee by Showing Intimate Photos) ৷

বিধাননগর, 31 মে : অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের ভয় দেখিয়ে এক মহিলার সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থার মালিকের বিরুদ্ধে (Bidhannagar Police Arrest a Person who Allegedly Blackmailed Female Employee by Showing Intimate Photos) ৷ সুনীল জয়স্বল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে সংস্থার অন্য মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ রয়েছে ৷

তাই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ ৷ তাকে মঙ্গলবার বিধাননগর আদালতে (Bidhannagar Court) পেশ করা হয়েছে ৷ তবে আদালত তাকে পুলিশি হেফাজত নাকি জেল হেফাজতে পাঠিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের 14 এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় (Bidhannagar Cyber Crime Police Station) সুনীল জয়স্বলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগ দায়ের করেন এক মহিলা ৷ অভিযোগে তিনি জানান, বাগুইআটির একটি বেসরকারি পর্যটন সংস্থায় তিনি 2010 সাল থেকে কাজ করতেন ৷ সেই সময় বছর 43-এর সুনীলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয় ৷ সেই সব অন্তরঙ্গের মুহূর্ত সুনীল ক্যামেরা বন্দি করে রেখেছিল ৷

মহিলার দাবি, সেই ছবি দেখিয়েই তাঁকে ব্ল্যাকমেল করত সুনীল ৷ সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে দেওয়ার হুমকি দিত ৷ লোকলজ্জার ভয়ে তিনি সুনীলের দাবি মেনে নিতে থাকেন ৷ সেই সুযোগে সুনীল তাঁর নামে 8টি ক্রেডিট কার্ড করান ৷ সেই ক্রেডিট কার্ডগুলিতে সুনীলের ফোন নম্বর নথিভুক্ত করা ছিল ৷ মহিলার অজান্তেই ওই ক্রেডিট কার্ডগুলি থেকে 15 লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ ৷

পুলিশের কাছে ওই মহিলা দাবি করেন যে 2021 সালের এপ্রিল থেকেই তিনি বুঝতে পারছিলেন যে তাঁর চাকরি থাকবে না ৷ গোপনে সুনীল সেই ছক কষছিল ৷ বিষয়টি টের পেয়ে ওই মহিলা ক্রেডিট কার্ড ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেরত চান ৷ কিন্তু তাঁকে তা দেওয়া হয়নি ৷ উলটে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলে অভিযোগ ৷

মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ বাগুইআটিতে সুনীলের অফিসে হানা দেয় ৷ সেখান থেকেই বড়বাজারের বাসিন্দা সুনীলকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, শুধু অভিযোগকারীই নয় অন্য মহিলাদের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ রয়েছে সুনীলের বিরুদ্ধে ৷ তাই পুলিশ খতিয়ে দেখছে যে এই ঘটনায় আর কোনও মহিলাকে সুনীল প্রতারণা করেছিল কি না !

আরও পড়ুন : Haroa Murder : সংসার বাঁচাতে প্রেমিকের মাথায় হাতুড়ি মেরে খুন, গ্রেফতার গৃহবধূ-সহ চার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.