ETV Bharat / state

মতুয়া, রাজবংশী ও মুসলিমদের ভাওতা দিয়েছে মুখ্যমন্ত্রী, অভিযোগ শান্তনু ঠাকুরের

author img

By

Published : Apr 15, 2021, 12:23 PM IST

shantanu thakur
শান্তনু ঠাকুর

মঙ্গলবার তিনি নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন,"মতুয়া, রাজবংশী ও মুসলিমদের দুধেল গাই হিসেবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

বনগাঁ, 14 এপ্রিল : দীর্ঘ দিন ধরে মতুয়াদের ভাওতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় । মতুয়াদের জন্য তিনি কোনও উন্নয়নই করেননি, বরং মতুয়াদের নাগরিকত্বে বাধা দিচ্ছে তৃণমূল সুপ্রিমো । মঙ্গলবার তিনি নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেন বিজেপি সাংসদ তথা সর্ব ভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর ।

এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় ঘোষণা করলেও তার কোনও অস্তিত্ব নেই । পাশাপাশি মতুয়া উন্নয়ন পর্ষদের ঘোষণা করলেও সেই পর্ষদ থেকে কোনও মতুয়া উপকৃত হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে ছুটি ঘোষণা করলেও এ বছর সেই ছুটি পায়নি বলে দাবি করেন সাংসদ । মতুয়া, রাজবংশী ও মুসলিমদের দুধেল গাই হিসেবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অভিযোগ শান্তনু ঠাকুরের।

শান্তনু ঠাকুরের দাবি নস্যাৎকরে দিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন,"ঠাকুরবাড়ির যে ঘাট দিয়ে শান্তনু ঠাকুর ও তার বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর কামনা সাগরে নামেন সেই ঘাটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় তৈরি । ছুটির ঘোষণা হয়েছে, কার্যকরও হয়েছে ।"

আরও পড়ুন : মতুয়াদের সঙ্গে বঞ্চনা করছে তৃণমূল ও বিজেপি, বিস্ফোরক মঞ্জুল-মমতা

হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ হয়েছে বলে পাল্টা দাবি করেন মমতা ঠাকুরের । পাশাপাশি মমতা ঠাকুর দাবি করেন,"মতুয়া উন্নয়ন পর্ষদকে রাজ্য সরকার 10 কোটি টাকা দিয়েছেন । ভোটের জন্য সেই পর্ষদের কাজ শুরু করা যায়নি । জানে হেরে যাবে তাই সাংবাদিক বৈঠক করে এইসব বলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.