ETV Bharat / state

করোনা আক্রান্তদের জন্য হেল্পলাইন নম্বর চালু বসিরহাট জেলা স্বাস্থ্য দফতরের

author img

By

Published : Apr 28, 2021, 4:33 PM IST

বসিরহাট জেলা স্বাস্থ্য দফতর
বসিরহাট জেলা স্বাস্থ্য দফতর

অক্সিজেনের অভাবে একের পর এক করোনার রোগীর মৃত্যুর খবর সামনে আসছে, তখনই অক্সিজেন নিয়ে বসিরহাটবাসীকে আশ্বস্ত করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ এবিষয়ে তিনি বলেন,"এখনও পর্যন্ত অক্সিজেনের তেমন কোনও সমস্যা নেই ।"

বসিরহাট, 28 এপ্রিল : করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় এবার হেল্পলাইন নম্বর চালু করল বসিরহাট জেলা স্বাস্থ্য দফতর । হেল্পলাইন নম্বরটি হল 6296194354 । হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগী কিংবা তাঁর পরিবার, এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই যাবতীয় সুবিধা মিলবে বলে জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতরে সূত্রে ।

টেলি মেডিসিনের মাধ্যমে কাউন্সিলিং করা থেকে শুরু করে চিকিৎসা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সব কিছুই করা হবে বলে জানিয়েছেন বসিরহাট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় । এ বিষয়ে তিনি বলেন, "করোনা আক্রান্ত রোগীদের সহায়তার জন্যই ওই টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে । কারোর কোনও অসুবিধা হলে সেখানে ফোন করলেই মিলবে যাবতীয় সুযোগ সুবিধা । এক্ষেত্রে মেডিকেল টিমের সদস্যরা 24 থেকে 48 ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন করোনা আক্রান্ত রোগীর বাড়িতে । সেখানে তারা সংক্রমিতের অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট খতিয়ে দেখবেন । প্রয়োজনে চিকিৎসার যাবতীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তাদের ৷"

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, "কেউ কোভিড পজ়িটিভ হলে হেল্পলাইন নম্বরের ট্রাকিং লিস্টে নাম নথিভুক্ত হয়ে যাবে । তারপর যাবতীয় চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে সংক্রমিত রোগীদের । কখনও যদি মেডিকেল টিমের সদস্যরা আক্রান্তের বাড়িতে যেতে না পারেন, তখন কন্ট্রোলরুমের লোকেরা খোঁজখবর নেবেন সংক্রমিত রোগীর শারীরিক অবস্থা নিয়ে । কারও শারীরিক অবস্থার অবনতি হলে, অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার আশ্বাসও দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় । এমনকি, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পরিবার কিংবা অন্যান্যরা কীভাবে হোম আইসোলেশনে থাকবেন তারও যথাযথ পরামর্শ টেলিমেডিসিনের মাধ্যমে মিলবে বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন বলে তিনি । প্রয়োজনে কেউ সেফ হোমে থাকতে চাইলে, তারও ব্যবস্থা করা হবে, অভয় দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

কী বললেন বসিরহাট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক


আরও পড়ুন : কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিধ্বস্ত গোটা দেশ । চারদিকে অক্সিজেনের হাহাকার । অক্সিজেনের অভাবে একের পর এক করোনার রোগীর মৃত্যুর খবর সামনে আসছে, তখনই অক্সিজেন নিয়ে বসিরহাটবাসীকে আশ্বস্ত করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ এ বিষয়ে তিনি বলেন,"এখনও পর্যন্ত অক্সিজেনের তেমন কোনও সমস্যা নেই ।" তবে,এই নিয়ে সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি । তার কথায়,"যে সমস্ত রোগীর অক্সিজেনের প্রয়োজন রয়েছে কেবল তাঁদেরই অক্সিজেন ব্যবহার করা উচিত ৷" অযথা অক্সিজেনের অপব্যবহার করা অনুচিত বলেই মনে করছেন তিনি । অন্যদিকে,যে হারে গোটা দেশে করোনার সংক্রমণ বাড়ছে তার থেকে রেহাই পেতে বিধিনিষেধ মানা ছাড়া অন্য কোনও উপায় নেই বলেই মনে করছেন দেবব্রত বাবু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.