ETV Bharat / state

বারাসতের 'বাকিংহাম প্যালেস', দিচ্ছে প্লাস্টিক বর্জনের ডাক

author img

By

Published : Oct 5, 2019, 2:45 PM IST

Updated : Oct 5, 2019, 3:23 PM IST

বারাসত যশোর রোডের রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার 59তম বর্ষে পদার্পণ করেছে ৷ তাদের মণ্ডপ তৈরি হচ্ছে লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে ৷ যদিও পুজো কমিটির পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের উপর জোর দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে পরিকল্পনাও করেছে পুজো কমিটি ৷ তারা প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালাবে ৷ এছাড়াও মণ্ডপের চারপাশে থাকবে উদ্যান ৷

Durga

বারাসত : বারাসত যশোর রোডের রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার 59তম বর্ষে পদার্পণ করেছে ৷ তাদের মণ্ডপ তৈরি হচ্ছে লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে ৷ যদিও পুজো কমিটির পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের উপর জোর দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে পরিকল্পনাও করেছে পুজো কমিটি ৷ তারা প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালাবে ৷ এছাড়াও মণ্ডপের চারপাশে থাকবে উদ্যান ৷

প্লাস্টিক বর্জন রুখতে দেশজুড়ে চলছে লাগাতার প্রচার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন ৷ পদক্ষেপে অংশ নিয়েছে রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷ এই বিষয়ে পুজো কমিটির প্রধান উপদেষ্টা মুকুল চট্টোপাধ্যায় বলেন, "সারা দেশে প্লাস্টিক সমস্যা বড় আকার ধারণ করেছে ৷ পরিবেশে এর প্রভাব পড়ছে ৷ ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেও ৷ তাই, পুজোর ক'দিন আমরা প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালাব ৷ দর্শনার্থীদের কোন‌ও দোকানদার যাতে প্লাস্টিক না দেয়, তার জন্যও উদ‍্যোগী আমরা ৷ মানুষকে বলব, পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করুন ৷ সবুজ বাঁচাতে দর্শনার্থীদের হাতে চারাগাছ‌ও তুলে দেওয়া হবে ৷"

thakur
দেবীপ্রতিমা...

বাঁশ, কাঠ, প্লাইউড ও বিভিন্ন রঙের বাহারে সেজে উঠছে বারাসতের "বাকিংহাম প্যালেস" ৷ 40 জন কারিগরের একমাসের লাগাতার প্রচেষ্টায় আজ পুজো মণ্ডপ এই রূপ পেয়েছে ৷ মণ্ডপের ভিতরও বাকিংহাম প্যালেসের আদলে সাজিয়ে তোলা হয়েছে ৷ দেবীপ্রতিমা ডাকের সাজে সেজে উঠেছে ৷ এবার এই পুজো কমিটির বাজেট প্রায় 10 লাখ টাকা ৷ পুজোর টাকা বাঁচিয়ে সামাজিক কাজে তা ব‍্যবহার করা হবে বলে জানিয়েছে পুজো কমিটি ৷

pandal
মণ্ডপের ভিতরে সজ্জা...
Intro:প্লাস্টিক বর্জন রুখতে গোটা দেশ জুড়ে লাগাতার প্রচার চলছে!খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন! কিন্তু, তারপরেও একশ্রেণীর মানুষের হুঁশ ফিরেনি!এবার প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাকে সামিল হল বারাসতের এক দূর্গোৎসব কমিটি! প্লাস্টিক বর্জন রুখতে পূজোর কদিন প্রচার চালানোর পাশাপাশি রাস্তায় নেমে তার ব‍্যবহার রুখতে উদ‍্যেগী হয়েছে ওই পূজো কমিটি!Body:রাজু বিশ্বাস,বারাসত:-প্লাস্টিক বর্জন নিয়ে গোটা দেশ জুড়ে লাগাতার প্রচার চলছে!খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন! কিন্তু তারপরেও একশ্রেণীর মানুষের হুঁশ ফিরেনি!তাই,এবার প্রধানমন্ত্রীর স্বপ্নেও বাস্তবায়িত এগিয়ে এল বারাসতের এক দূর্গোৎসব কমিটি!বারাসত যশোর রোডের পাশে রথতলা সার্বজনীন দূর্গোৎসব কমিটির পূজো এবার ৫৯ তম বর্ষে পা দিল!লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তাদের মন্ডপ সেজে উঠলেও প্লাস্টিক বর্জনের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে পূজো কমিটির তরফে!শুধু মুখে নয়,কাজেও তা দেখাতে চান এই দূর্গোৎসব কমিটি!সেইজন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে! এবিষয়ে দূর্গোৎসব কমিটির প্রধান উপদেষ্টা মুকুল চট্টোপাধ্যায় বলেন,"সারা দেশে প্লাস্টিক সমস্যা বড় আকার ধারন করেছে!এর ফলে, পরিবেশের ওপর প্রভাব যেমন পড়ছে,তেমন‌ই তার ফল ভুগতে হচ্ছে সাধারন মানুষকে!তাই, পূজোর কদিন আমরা প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালাব! শুধু, প্রচার করা নয়, পূজো দেখতে আসা দর্শনার্থীদের যাতে কোন‌ও দোকানদার প্লাস্টিক না দেয়, তারজন্য উদ‍্যেগীও হব আমরা!দর্শনার্থী থেকে সাধারন মানুষকে বলব,পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করুন"! তিনি আরও বলেন,"প্লাস্টিক বর্জনের পাশাপাশি সবুজায়নের ওপরেও এবার জোর দিয়েছি আমরা!পূজো মন্ডপে সবুজ উদ‍্যান দিয়ে সাজানোর সঙ্গে সবুজ বাঁচাতে দর্শনার্থীদের হাতে চারাগাছ‌ও তুলে দেওয়া হবে!তবে,যাদের বাড়িতে জায়গা আছে,কেবল তাঁদেরকেই চারাগাছ দেব আমরা!এর কারন হিসাবে মুকুল বাবুর ব‍্যাখা,"গাছ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে!তাই, চারাগাছ নিয়ে গিয়ে কেউ যাতে নষ্ট না করে, তারজন্য‌ই এমন ভাবনা!এদিকে, বাঁশ,কাঠ,প্লাউড ও বিভিন্ন রঙের বাহারে সেজে উঠছে লন্ডনের বাকিংহাম প্যালেস!প্রতিদিন ৪০ জন কারিগরের একমাসের লাগাতার প্রচেষ্টায় এই পূজো মন্ডপের কাজ এখন জোরকদমে চলছে!মন্ডপের ভিতরেও বাকিংহাম প্যালেসের আদলে সাজিয়ে তোলা হয়েছে!মাতৃপ্রতিমাও চিরন্তনী শান্ত রূপ ও ডাকের সাজে সেজে উঠেছে!এবার এই পূজো কমিটির বাজেট প্রায় ১০ লাখ টাকা!পূজোর টাকা বাঁচিয়ে সামাজিক কাজেও ব‍্যবহার করা হবে বলে জানিয়েছে রথতলা সার্বজনীন দূর্গোৎসব কমিটি!Conclusion:অন‍্যদিকে,পূজোর বাজেটের টাকা থেকে সামাজিক কাজেও ব‍্যবহারের সিন্ধান্ত নিয়েছে রথতলা সার্বজনীন দূর্গোৎসব কমিটি!যা অনুপ্রেরণা জোগাবে অন‍্যান‍্য পূজো কমিটিকেও!
Last Updated :Oct 5, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.