ETV Bharat / state

প্রবীণদের পরামর্শে কাজ করবে যুব সম্প্রদায়, তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মত অশোকনগরের বিধায়কের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:32 PM IST

Ashoknagar MLA
Ashoknagar MLA

Trinamool Congress: তৃণমূল কংগ্রেসে এখন তুঙ্গে নবীন-প্রবীণ দ্বন্দ্ব ৷ এই নিয়ে বৃহস্পতিবার ফের সরব হলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী৷ তাঁর কথায়, প্রবীণদের পরামর্শে কাজ করবে যুব সম্প্রদায় ৷

বারাসত, 4 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসে নবীন ও প্রবীণ দ্বন্দ্বে ফের শান দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী । আবারও তিনি বললেন, "দলে প্রবীণরা পরামর্শ দেবেন । আর তা এগিয়ে নিয়ে যাবে যুব সম্প্রদায় । এটাই শাশ্বত সমাজে ৷" পরক্ষণেই শাসকদলের এই বিধায়কের সংযোজন, "সংসার বড় হলে থালা, ঘটি, বাটি নিয়ে ঠুকঠাক হয় । এনিয়ে বিরোধীরা উল্লসিত হতে পারে । তাতে অবশ্য তৃণমূল কংগ্রেসের কিছু আসে যায় না ৷"

প্রসঙ্গত, তৃণমূলে প্রবীণ-নবীন দ্বন্দ্ব নিয়ে আগেও মুখ খুলেছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী । সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, "অনেকেরই সফটওয়ার আপডেট নেই । অনেক পুরনো । সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ করা যাবে না । সে তো নিতে পারবে না ৷"

সেই বিতর্কের রেশের মধ্যেই বুধবার বারাসতে একটি অনুষ্ঠানে এসে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফের বলেন, "এখন 5জি-র যুগ । সেখানে আপনি যদি 2জি ব্যবহার করেন, তাহলে গোল গোল ঘুরতে থাকবে । আপনি কোনও আপডেট পাবেন না । তাই যে কোনও ক্ষেত্রে আপডেট খুবই প্রয়োজন ৷" তারই মধ্যে বৃহস্পতিবার আবার তিনি শান দিলেন তৃণমূলে প্রবীণ-নবীন দ্বন্দ্বে ।

বৃহস্পতিবার দুপুরে বারাসতে জেলাশাসকের কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিতে আসেন নারায়ণ গোস্বামী । সেই বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি । দলের অভ্যন্তরে থালা, ঘটি, বাটি নিয়ে একটু বেশি আওয়াজ হচ্ছে না ? এই প্রশ্নের উত্তরে নারায়ণ গোস্বামী বলেন, "মোটেই না । এর মধ‍্যেও কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন রয়েছে । যাঁরা খুঁজতে পারেন, তাঁরাই এটা বোঝেন । আমাদের দলে নেত্রী একজনই । তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । আমরা সবাই একত্রিত রয়েছি । পুরনোরা পরামর্শ নিয়ে মাঠে ময়দানে লড়াই করবে যুবরাই । এটাই পৃথিবীর শাশ্বত সত্য ৷"

এরপর দলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে বলতে গিয়ে এই বিধায়ক বলেন, "সুব্রত বকসি প্রথম থেকেই আমাদের দলের সভাপতি । উনি প্রবীণ মানুষ । বিভিন্নভাবে দলকে পরামর্শ দিয়ে থাকেন । আমাদেরকেও উনি পরামর্শ দেন । আমরা তাঁর পরামর্শ মতো চলি । এখানে অভক্তি, নির্দেশ না মানার ব‍্যাপার নেই ৷"

এদিকে, ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের 'সিকিউরিটি তুলে' নেওয়ার মন্তব‍্যের বিষয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, সেটা উনিই ভালো বলতে পারবেন । আমি বলতে পারব না । তবে এটা নিশ্চিত, আমাকে উদ্দেশ্য করে বলেননি । কারণ, আমার সঙ্গে অর্জুনদার খুব ভালো সম্পর্ক । আমাদের দল সিপিএমের মতো নয় । এখানে গণতন্ত্র আছে । আলোচনার জায়গা রয়েছে । তবে, কাউকে ছোট করে নয় । তৃণমূল কংগ্রেসে মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আমরা বলতে পারি ৷"

আরও পড়ুন:

  1. দলীয় কোন্দল না করে সুব্রত-অভিষেকের সঙ্গে কথা বলার পরামর্শ ফিরহাদের
  2. 'সফটওয়্যার আপডেট নেই', নতুন-পুরনো দ্বন্দ্বে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.