ETV Bharat / state

পুকুরে বিষ ঢেলে প্রায় 6 লাখ টাকার মাছ মারার অভিযোগ, পুলিশে অভিযোগ

author img

By

Published : Feb 10, 2020, 4:20 AM IST

শনিবার গভীর রাতে কেউ পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ । ভেসে ওঠে একের পর এক মাছ । গতকাল সকালে বিষয়টি নজরে আসে পুকুরের মালিক আবদুল রহমানের । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ইসলামপুর কাঠালিয়া গ্রামের ঘটনা ।

poison into the pond
উত্তর 24 পরগনা

কদম্বগাছি, 10 ফেব্রুযারি : পুকুরে বিষ ঢেলে প্রায় ছয় লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠল। ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরের ইসলামপুর কাঠালিয়া গ্রামের । কদম্বগাছি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।

কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা আবদুল রহমানের 12 বিঘা জমিজুড়ে একটি পুকুর রয়েছে । সেখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন তিনি । এবছরও সেখানে বিভিন্ন মাছের চাষ করেছিলেন। শনিবার গভীর রাতে কেউ তাঁর পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ । ভেসে ওঠে একের পর এক মাছ । গতকাল সকালে বিষয়টি তাঁর নজরে আসে । এরপর দুপুরে কদম্বগাছি ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

আবদুল রহমান বলেন, "সকালে খবর পাই যে পুকুরে একের পর এক মাছ ভেসে উঠেছে । কেউ বিষ ঢেলে এই ঘটনা ঘটিয়েছে । প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মাছ ছিল পুকুরে । সবই মরে গিয়েছে ৷ ঘটনার পিছনে পরিচিত কারও হাত রয়েছে ৷"

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরানো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে । তবে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ।

Intro:পুকুরে বিষ ঢেলে প্রায় ৬ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরের ইসলামপুর কাঁঠালিয়া গ্রামের।ঘটনার জেরে মাথায় হাত মাছ চাষী আব্দুল রহমানের।তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।রবিবার দুপুরে কদম্বগাছি ফাঁড়িতে গিয়ে এবিষয়ে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই মাছ চাষী।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। Body:দত্তপুকুরঃ পুকুরে বিষ ঢেলে প্রায় 6 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরের ইসলামপুর কাঁঠালিয়া গ্রামের।রবিবার দুপুরে এবিষয়ে কদম্বগাছি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী আব্দুল রহমান।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল রহমানের ১২ বিঘার একটি পুকুর রয়েছে।যেখানে দীর্ঘদিন ধরে তিনি মাছ চাষ করে আসছেন।মূলত এটাই আব্দুল সাহেবের পেশা।এর ওপর তাঁর জীবিকা নির্বাহ করে।এবারও সেই পুকুরে তিনি বিভিন্ন মাছের চাষ করেছিলেন।শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা আব্দুল সাহেবের পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ।ভেসে ওঠে একের পর এক মাছ।রবিবার সকালে বিষয়টি নজরে আসে তাঁর।এরপর,দুপুরে কদম্বগাছি ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ওই মাছ চাষী।তিনি বলেন,"সকালে লেবারদের কাছ থেকে খবর পায় পুকুরে একের পর এক মাছ ভেসে উঠেছে।পুকুরে কেউ বিষ ঢেলে এই ঘটনা ঘটিয়েছে।প্রায় ৫-৬ লাখ টাকার মাছ ছিল পুকুরে।সবই মরে গিয়েছে"।আব্দুল সাহেবের অভিযোগ,"ঘটনার পিছনে পরিচিত কারোর হাত রয়েছে"।পুলিশের কাছে দাবি জানিয়েছি,ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।এদিকে,প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।তবে,অন্য কোনও কারন আছে কিনা,তাও খতিয়ে দেখছে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ।

Conclusion:প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।তবে,অন্য কোনও কারন আছে কিনা,তাও খতিয়ে দেখছে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.