ETV Bharat / state

Shootout at Barasat: হৃদয়পুর স্টেশন এলাকায় চলল গুলি, অল্পের জন্য রক্ষা যুবকের

author img

By

Published : Jul 16, 2023, 10:29 PM IST

হৃদয়পুর স্টেশন এলাকায় যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ শনিবার রাতের ঘটনায় আক্রান্ত এবং হামলাকারী উভয়েই পলাতক ৷

Shootout at Barasat ETV BHARAT
Shootout at Barasat

বারাসত পৌরসভার হৃদয়পুর স্টেশন এলাকায় চলল গুলি

বারাসত, 16 জুলাই: রাতের অন্ধকারে গুলি চলল উত্তর 24 পরগনার জনবহুল হৃদয়পুর স্টেশন চত্বরে ৷ শনিবার রাতের ঘটনায় কেউ হতাহত না হলেও, তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার জেরে আতঙ্কিত রেলযাত্রী থেকে সাধারণ মানুষ সকলে ৷ শনিবার রাত 12টা নাগাদ আচমকাই গুলি চলে হৃদয়পুর স্টেশন চত্বরে ৷ আততায়ীদের নিশানায় ছিলেন বাইক দুর্ঘটনায় আহত এক যুবক ৷ জানা গিয়েছে, আহতকে নিয়ে যাওয়ার জন্য আসা যুবকরাই গুলি চালায় ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি ৷ ঘটনার পর থেকে বেপাত্তা আক্রান্ত যুবকও ৷ পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অত‍্যাধিক গতিতে বাইক নিয়ে এক যুবক আসছিলেন হৃদয়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশের রাস্তা দিয়ে ৷ তখন নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাইক থেকে পড়ে যান তিনি ৷ চোট লাগে তাঁর শরীরে ৷ তখন স্থানীয় কয়েকজন সেবা শুশ্রূষা করেন ওই যুবকের ৷ তাঁরাই যুবককে উপদেশ দেন, তিনি যেন পরিচিত কাউকে ডেকে আনেন, তাঁকে নিয়ে যাওয়ার জন্য ৷ ফোন করে দুই যুবককে ডেকেও আনা হয় সেখানে ৷ এর পর তাঁদেরই একজন আগ্নেয়াস্ত্র বের করে হঠাৎই গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ ৷

যদিও, সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ৷ চিৎকার চেঁচামেচি শুরু হলে সেখান থেকে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা ৷ এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় স্টেশন চত্বর এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ তদন্ত শুরু হলেও দুষ্কৃতীদের কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ ৷ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য ৷ পাশাপাশি, এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলে গুলিকাণ্ডের তথ্য আদায় করার চেষ্টা চলছে পুলিশের তরফে ৷

আরও পড়ুন: তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

ঘটনাটি শোনার পর তাজ্জব বনে গিয়েছেন স্থানীয় বাম কাউন্সিলর ৷ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় 31 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিল শুক্লা ঘোষ ৷ এই বিষয়ে রনজিৎ সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এই ধরনের ঘটনা আগে কখনও হয়েছে বলে শুনিনি ৷ স্বভাবতই এই ঘটনায় আতঙ্কিত সকলে ৷ এর সঙ্গে মানুষের নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.