ETV Bharat / state

CBI আধিকারিক সেজে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ব্যক্তি

author img

By

Published : Sep 23, 2019, 8:09 PM IST

CBI আধিকারিক পরিচয় দিয়ে 7 লাখ টাকা প্রতারণার অভিযোগ । রাহুল চৌধুরি নামে ওই প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি উত্তর 24 পরগনার বারাসত এলাকার ।

রাহুল চৌধুরি

বারাসত, 23 সেপ্টেম্বর : CBI আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা প্রতারণার অভিযোগ । তদন্তে নেমে রাহুল চৌধুরি নামে ওই প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ । টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা থেকে আজ সকালে তাকে প্রথমে আটক ও তারপর গ্রেপ্তার করা হয় । জানা গেছে, বারাসতের বিধান পার্ক এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকত সে ।

বারাসত পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রামমোহন পল্লির বাসিন্দা অপর্ণা মজুমদার ও রঞ্জিত মজুমদার । বিধান মার্কেটে রঞ্জিতের সবজির দোকান হওয়ায় সেখানে তাদের ছেলে মিলন মাঝেমধ্যে আসত । ওই দোকানেই আলাপ রাহুলের সঙ্গে । তখন সে নিজেকে CBI আধিকারিক বলে পরিচয় দেয় । অপর্ণার বক্তব্য অনুযায়ী, এরপর হঠাৎই একদিন ছেলের কলকাতা পুলিশে চাকরি করিয়ে দেওয়ার প্রস্তাব দেয় রাহুল । জানায়, CBI আধিকারিক হ‌ওয়ার সুবাদে তার সঙ্গে কলকাতা পুলিশ ও লালবাজারের উপর মহলের সম্পর্ক রয়েছে । প্রমাণ হিসেবে সে CBI-এর ভুয়ো পরিচয়পত্র ও বেশকিছু পুলিশকর্তার ছবি দেখায় । তারপর রেজিস্ট্রেশন বাবদ প্রথমে 10 হাজার তারপর 2 লাখ টাকা নেয় । 2 লাখ নেওয়ার সময় ওই ভাড়াবাড়িতে তাদের কলকাতা পুলিশের ফর্ম ফিলাপ করানো হয় বলে জানান তিনি । আশ্বাস দেন, চিন্তার কোনও কারণ নেই, কলকাতা পুলিশে চাকরি হয়ে যাবে ।

10 হাজার, 2 লাখেই থামেনি সে । এরপর আরও টাকা হাতানোর লোভে চাকরি দিতে পারে এমন প্রামাণ্য অনেক নথি দেখাতে থাকে মজুমদার পরিবারকে । মিনলকে ফোনে কথা বলিয়ে দেয় পুলিশ আধিকারিকদের সঙ্গেও । তখন বিষয়টিকে সত্যি মনে হলেও পাঁচ লাখ টাকা দেওয়ার পর হুঁশ ফেরে সকলের । বুঝতে পারে আদতে সাত লাখ টাকা খোয়া গেছে তাদের । এরপরই 15 দিন আগে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন অপর্ণা । তারপর‌ থেকেই ভুয়ো ওই CBI আধিকারিকের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ । শেষে খবর পেয়ে আজ সকালে টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা থেকে তাকে আটক করে তদন্তকারী অফিসাররা । পরে গ্রেপ্তার করা হয় ।

barasat
টাকা নেওয়ার সময় এই নথিই দেখিয়েছিল রাহুল


এবিষয়ে অপর্ণা মজুমদার বলেন, "চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে আমার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছে ওই ব‍্যক্তি । এছাড়া কখনও সোনার আংটি, আবার কখনও নতুন জামা প্যান্ট দিতে হয়েছে তাকে । এমনভাবে আমাদের সামনে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যে বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না ।" এবিষয়ে তাঁর ছেলে মিলন‌ বলেন, "কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলেছিল ওই ব‍্যক্তি । আমি মাধ‍্যমিকে অনুত্তীর্ণ হ‌ওয়া সত্ত্বেও সে আমাদের আশ্বাস দেয়, এতে চাকরির কোন‌ও অসুবিধে হবে না । কখনও সে ফোনে কলকাতার পুলিশ কমিশনার, আবার কখনও লালবাজারের কোন‌ও বড় কর্তার সঙ্গে এমনভাবে কথা বলিয়েছে যে, তা দেখে সবটা সত্যিই মনে হয়েছে । আমরা প্রতারিত তো হয়েছিই, আর কেউ যেন এমন লোকের হাতে প্রতারিত না হয় । সেইজন্য কঠোর শাস্তি দেওয়া হোক তাকে ।"

দেখুন ভিডিয়ো

এবিষয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "প্রতারণার অভিযোগে রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তাকে জেরা করে জানার চেষ্টা চলছে তার নাম সত্যি‌ই রাহুল না কি অন্যকিছু ৷ এর পিছনে আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।"

Intro:সিবিআইয়ের ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে প্রায় ৭ লাখ টাকা প্রতারনার অভিযোগ উঠল এক ব‍্যাক্তির বিরুদ্ধে! কলকাতা পুলিশে চাকরির নামে রাহুল চৌধুরী নামে জনৈক ওই ব‍্যাক্তি বিপুল এই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ!এরপর‌ই, প্রতারিত অপর্ণা মজুমদার বারাসত থানায় প্রতারনার অভিযোগ দায়ের করেন! সেই অভিযোগে আজ গ্রেপ্তার করা হয় ওই ভুয়ো সিবিআই আধিকারিককে! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ!Body:রাজু বিশ্বাস,বারাসত:-সিবিআইয়ের আধিকারিক পরিচয় দিয়ে প্রায় ৭ লাখ টাকা প্রতারনার অভিযোগ উঠল এক ব‍্যাক্তির বিরুদ্ধে!কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে রাহুল চৌধুরী নামে ওই ব‍্যাক্তি বিপুল এই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ!এবিষয়ে বারাসত থানায় প্রতারনার অভিযোগ দায়ের করেছেন অপর্ণা মজুমদার নামে প্রতারিত এক মহিলা!সেই অভিযোগের ভিত্তিতে ভুয়ো ওই সিবিআই আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ! ঘটনার তদন্ত শুরু হয়েছে! পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারিত ওই মহিলার বাড়ি বারাসত পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রাম মোহন পল্লীতে!বিধান মার্কেটে তাঁর স্বামী রঞ্জিত মজুমদারের সবজির দোকান রয়েছে!সেই দোকানে অপর্ণা ও তাঁর ছেলে মিলন‌ও বসতেন! প্রায় তিন মাস আগে তাঁদের দোকানে যাতায়াতের মাধ্যমে রাহুল নামে এক ব‍্যাক্তির সঙ্গে পরিচয় হয়!বারাসতের বিধান পার্ক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত সে! পরিচয় হ‌ওয়ার সময় ওই ব‍্যাক্তি নিজেকে সিবিআইয়ের ডিএসপি বলে পরিচয় দেয়!এরপর,হঠাত‌ই একদিন অপর্ণা দেবীকে ছেলের কলকাতা পুলিশের চাকরি করিয়ে দেওয়ার প্রস্তাব দেয় সে!বলে, সিবিআইয়ের আধিকারিক হ‌ওয়ার সুবাদে তাঁর সঙ্গে কলকাতা পুলিশ ও লালবাজারের উপর মহলের সুসম্পর্ক রয়েছে! প্রমান হিসাবে সে সিবিআইয়ের ভুয়ো পরিচয়পত্র,বেশকিছু পুলিশ কর্তার ছবি দেখায় বলেও অভিযোগ! এবিষয়ে প্রতারিত মহিলা অপর্ণা বলেন,"দোকানেই ছেলের রেজিস্ট্রেশন বাবদ প্রথমে আমার কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা নেয় ওই ব‍্যাক্তি!এরপর,একদিন ২ লাখ টাকা নিয়ে ওনার ভাড়া বাড়িতে আসতে বলে আমাকে!সেখানে কলকাতা পুলিশের ফর্ম ফিলাপ করার নামে ওই ২ লাখ টাকা নেওয়া হয়!বলে,আপনার চিন্তা করতে করতে হবেনা, ছেলের চাকরি হয়ে যাবে"! তিনি আরও বলেন,"এরপরেও ধাপে ধাপে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয় ওই ব‍্যাক্তি! এছাড়া কখনও সোনার আংটি,আবার কখনও নতুন জামা প্যান্ট দিতে হয়েছে তাকে!এমনভাবে, আমাদের সামনে সমস্ত বিষয়টি উপস্থাপন করা হয়েছে,যে বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না, আক্ষেপ প্রতারিত ওই মহিলার! তাঁর ছেলে মিলন‌ও বলেন,"কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলেছিল ওই ব‍্যাক্তি!আমি মাধ‍্যমিকে অনুত্তীর্ণ হ‌ওয়া সত্বেও সে আমাদের আশ্বাস দেয়,এতে চাকরির কোন‌ও অসুবিধে হবে না! কখনও সে ফোনে কলকাতার পুলিশ কমিশনার,আবার কখনও লালবাজারের কোন‌ও বড় কর্তার সঙ্গে এমনভাবে কথা বলেছে যে,তা দেখে সত্যিই মনে হয়েছে!আমরা প্রতারিত তো হয়েছি,আর কেউ যেন এমন লোকের হাতে প্রতারিত না হয়! সেইজন্য কঠোর শাস্তি দেওয়া হোক তাকে"! এদিকে, প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রায় ১৫ দিন আগে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন অপর্না দেবী!তারপর‌ই, ভুয়ো ওই সিবিআইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ! শেষে, সূত্র মারফত খবর পেয়ে আজ সকালে টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা থেকে ওই ব‍্যাক্তিকে আটক করে তদন্তকারী অফিসাররা!পরে, তাকে গ্রেপ্তার করা হয়েছে!এবিষয়ে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর বলেন,"প্রতারনার অভিযোগে রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে! তাকে জেরা করে জানার চেষ্টা চলছে,তাঁর নাম সত্যি‌ই রাহুল,নাকি অন্যকিছু!এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে"!
Conclusion:এবিষয়ে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর বলেন,"প্রতারনার অভিযোগে রাহুল নামে এক ব‍্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের পরিচয় যাচাই করে দেখা হচ্ছে,যে সত্যিই তার নাম রাহুল নাকি অন্যকিছু!ঘটনার সঙ্গে আর কারোর যোগ আছে কিনা,তা জানার চেষ্টা চলছে"!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.