ETV Bharat / state

Fake Police Arrest: ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ, ধৃত প্রতারক

author img

By

Published : Sep 2, 2021, 8:46 PM IST

A Fake Police Officer Arrest from Swarupnagar for Fraud Case in North 24 Pargana
চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ স্বরুপনগরে

ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উত্তর 24 পরগনার স্বরূপনগরে ৷ প্রায় 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় বাকিবুল্লা গাজি নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ৷

স্বরূপনগর (উত্তর 24 পরগনা), 2 সেপ্টেম্বর : ফের ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের মাগুরাই এবং সাতপাই গ্রামের বেকার যুবকদের থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় বাকিবুল্লা গাজি নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ পেয়ে বুধবার স্বরূপনগরের মাগুরাই সাতপাই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় ওই অভিযুক্তকে । পুলিশ সূত্রে খবর, বাকিবুল্লা গ্রামের বেকার যুবকদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করত ৷ পরে পরিচিতি বাড়লে পুলিশে চাকরি দেওয়ার টোপ দিত ৷ এর জন্য পুলিশের নকল পরিচয়পত্রও বানিয়েছিল সে ৷ এভাবেই গ্রামের যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে লাখ লাখ টাকা তুলে তাঁদের সঙ্গে প্রতারণা করত বাকিবুল্লা । তার এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা যুক্ত ? তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ৷

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসতেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ভুয়ো পুলিশ আধিকারিক এবং আইএএস ধরা পড়েছে ৷ কখনও ভুয়ো সিবিআই, আইপিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ । আবার কখনও ভুয়ো সিআইডি কিংবা পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগ সামনে এসেছে । প্রতিটি ক্ষেত্রেই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে । কিন্তু, তারপরও ভুয়ো পরিচয়ে প্রতারকদের কীর্তি যে থেমে থাকেনি তা স্বরূপনগরের ঘটনাতেই স্পষ্ট । জানা গিয়েছে, বছর আঠাশের বাকিবুল্লা গাজি প্রায় একবছর ধরে বহাল তবিয়তে প্রতারণা চালিয়ে যাচ্ছিল ৷ অভিযোগ মাগুরাই সাতপাই এলাকায় লাখ লাখ টাকা নিয়ে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ কিন্তু, চাকরি না পাওয়ায় শেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন প্রতারিতদের পরিবার ৷ অভিযোগ দায়ের হয় স্বরূপনগর থানায় । এর পরেই নড়েচড়ে বসে পুলিশ । গ্রেফতার করা হয় ভুয়ো পুলিশ অফিসার বাকিবুল্লা গাজিকে ৷ পুলিশ সূত্রে খবর, স্বরূপনগর এবং বাদুড়িয়া থানা এলাকার অন্তত 15-20 জন যুবকের কাছ থেকে সে পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে । কারোর কাছ থেকে দু'লাখ, তো কারোর কাছ থেকে পাঁচ লাখ কিংবা তারও বেশি টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, পরিমাণ কম করে প্রায় 50 লাখ টাকা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির

এদিকে, টাকা খুইয়ে ও চাকরি না পেয়ে মহা ফাঁপড়ে পড়েছেন প্রতারিতরা । তাঁদেরই একজন স্বরূপনগরের তেতুলিয়ার বাসিন্দা দেবকুমার সরকার । তাঁর মা সুমিত্রা সরকার বলেন, ‘‘ছেলে তেতুলিয়া স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া । কোচিংয়ে এক পরিচিতের মাধ্যমে পরিচয় হয় বাকিবুল্লার সঙ্গে । পরিচিতি বাড়ার পর চাকরির কথা বলে ছেলেকে । পুলিশে চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে প্রায় সাত লাখ টাকা নেয় বাকিবুল্লা । কষ্ট করেই সেই টাকা জোগাড় করেছিলাম আমরা । এখন জানি না সেই টাকা ফেরত পাব কিনা ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থকের শেষ ফেসবুক লাইভই সিবিআইয়ের হাতিয়ার

অপর এক প্রতারিত তন্ময় মণ্ডলের মা রঞ্জিতা মণ্ডল বলেন, ‘‘ছেলের পুলিশে চাকরির জন্য প্রায় দু'লাখ টাকা দিয়েছি বাকিবুল্লাকে । চাকরির অফার লেটার চাইলেই আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে কাটিয়ে দেওয়া হত । তখনই বুঝতে পারি প্রতারিত হয়েছি ৷’’ অন্যদিকে, ঘটনার পিছনে আর কারও হাত রয়েছে কিনা, তা জানতে ধৃতকে জেরা করবে স্বরূপনগর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.