ETV Bharat / state

Train Cancelled: রেললাইনে ধসের জেরে শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

author img

By

Published : Aug 2, 2023, 3:27 PM IST

Etv Bharat
লোকাল ট্রেন

নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে ৷ রাতভর ভারী বৃষ্টির জেরে লাইনে ধস নেমে শিয়ালদায় ব্যাহত ট্রেন চলাচল ৷

শিয়ালদা, 2 অগস্ট: রাত থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে বুধবার ধস নামে শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মাঝে তিন নম্বর লাইনে । এর ফলে শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে । শুধু ট্রেন বাতিলই নয়, একাধিক ট্রেন সময়ে ছাড়তে পারেনি বলে জানা গিয়েছে । এর ফলে সকালে ব্যস্ত সময় পূর্ব রেলের পাঁচটি ইএমইউ (EMU) লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ।

স্বাভাবিকভাবেই সকাল থেকে লোকাল ট্রেনে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে মানুষ নিজেদের কাজের জন্য হয় কলকাতা আসেন কিংবা কলকাতা হয়ে অন্যান্য জায়গায় যান । কিন্তু এদিন ধস নামার জেরে শিয়ালদা এবং দমদম লাইনের পাঁচটি লোকাল ট্রেন বাতিল হওয়ায় নিত্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে । যেহেতু আপ লাইনে সমস্যা দেখা দেয় তাই ডাউন লাইনে একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে, এমনটাই জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ ।

পূর্বরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, বুধবার ভোর 5টা 45 মিনিট নাগাদ শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে কাঁকুড়গাছি কেবিনের ধস নামে । রেললাইনের একদিকের অংশ বৃষ্টির কারণে বসে যায় ৷ ধসের খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা । এরপর দ্রুত শুরু করা হয় আপ ট্র্যাক মেরামতের কাজ । যতক্ষণ না পর্যন্ত মেরামতের কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ পরিষেবা স্বাভাবিক হবে না বলে জানানো হয়েছে ৷ তাই একাধিক ট্রেনকে যেমন বাতিল করতে হয়েছে তেমনি শিয়ালদা মেন, বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় । ওই লাইনের বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের কিছু পরেই ছেড়েছে বলে খবর । জানা গিয়েছে যে, ওই ডিভিশনের আপ লাইনের একাধিক ট্রেনগুলি মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।

সকাল থেকে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলির নম্বর: 31213 / 31214 , 31215/31216 , 31471/31418 , 31219/31220 , 33411/33412

আরও পড়ুন: বনগাঁ ও হাসনাবাদ লাইনে সিগন্যালের সমস্যায় ব্যাহত ট্রেন চলাচল, ক্ষোভ যাত্রীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.