ETV Bharat / state

Bengali Teacher Removal Notice: বাংলা শিক্ষিকাকে আসতে মানা করায় স্কুলে বিক্ষোভ 3 সংগঠনের

author img

By

Published : Mar 21, 2023, 4:46 PM IST

বাংলায় পড়ুয়ার সংখ্যা কম ৷ তাই বাংলা শিক্ষিকাকে না আসার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় স্কুল ৷ তাই নিয়েই শুরু হয় বিতর্ক ৷ আজ বিষয়টির বিরুদ্ধে স্কুলে গিয়ে বিক্ষোভ জানাল 3 সংগঠন (3 Organisations Protest in School)৷

Etv Bharat
3 সংগঠনের প্রতিবাদ

কলকাতা, 21 মার্চ: বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বাংলার শিক্ষিকাকে আসতে মানা করার প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাস্তায় নামল তিনটে অরাজনৈতিক সংগঠন ৷ বেলঘরিয়ার আড়িয়াদহ এলাকার ঘটনা ৷ বাঙালি জাতির অধিকার আদায়ের তিন সংগঠন সোমবার যায় ওই বেসরকারি স্কুলে । পুলিশের হাতে আটক হয় জাতীয় বাংলা সংগঠনের চারজন ।

বাংলার পড়ুয়া কম ৷ তাই কিছুদিনের জন্য বাংলার শিক্ষিকাকে স্কুলে আসতে মানা করে আড়িয়াদহ নওদাপাড়া হোলি চাইল্ড স্কুলনওদাপাড়া হোলি চাইল্ড স্কুল (Ariadaha Nowdapara Holy Child School)। তারপরেই প্রশ্নের মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে । আজ সেই জন্যই পথে নামে জাতীয় বাংলা সংগঠন । তাঁদের পক্ষ থেকে আজ ওই স্কুলে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য 10 জনের প্রতিনিধি দল যায় । কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, যখন তাঁরা স্কুলে গিয়েছিল তখন সকাল ন'টা ৷ রেজাল্ট দেওয়া হচ্ছিল । তাই কিছুক্ষণ তাঁরা অপেক্ষা করে যান । তবে এরপর স্কুল থেকে বলা হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করার জন্য । স্কুলের প্রধান শিক্ষক কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে তখন তাঁকেই স্মারকলিপি জমা দেওয়া যাবে । তবে এর মধ্যেও বেলা বেড়ে দাঁড়ায় 12টা । কিন্তু কেউ আসেন না । ফলত সেই সময় সংগঠনের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা স্কুলের গেটের সামনে । কিন্তু তাঁদের দাবি, ওই সময় আচকাই পুলিশ এসে পড়ে ঘটনাস্থলে । চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয় বেলঘরিয়া থানায় । তবে সেখান থেকে অবশ্য বেলায় ছেড়ে দেওয়া হয় তাদেরকে ।

তবে এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ওই স্কুলে যায় আরও দুই সংগঠন । বঙ্গযোদ্ধা এবং বাংলা পক্ষ এই দুই সংগঠনও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন । বঙ্গযোদ্ধার পক্ষ থেকে বেশ কিছুজন স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন । অন্যদিকে বাংলা পক্ষের থেকেও একটি বড় জমায়েত করা হয় ওই স্কুল চত্বরে । তাঁরাও পুরো বিষয়টার কারণ জানতে পারে । তবে এসবের পর স্কুল পক্ষ তাঁদের আশ্বস্ত করেছেন যে ওই শিক্ষিকাকে আবার স্কুলে ফেরানো হবে ।

আরও পড়ুন : বাংলা পড়ুয়া কম, তাই আসতে মানা শিক্ষিকাকে, স্কুলের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.