ETV Bharat / state

Habra Shooting : হাবড়ায় দুই তৃণমূল কর্মীকে গুলি, গ্রেফতার পাঁচ

author img

By

Published : May 19, 2022, 3:20 PM IST

habra firing incident
হাবড়ায় গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী

পুলিশের অনুমান পুরনো কোনও শত্রুতার জেরে তৃণমূল কর্মীদের উপর হামলা হয়ে থাকতে পারে (Attack on TMC Workers) ৷ তবে তৃণমূলের অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷

হাবড়া, 19 মে : তৃণমূলের দুই সক্রিয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে (Attack on TMC Workers) । ঘটনাটি বুধবার রাতের উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শ্রীনগর শিব মন্দির এলাকার । আহত দুই তৃণমূল কর্মীর নাম রাজু ঘোষ ও শান্তনু রায় ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের ৷ দুষ্কৃতীরা মোট 8-9টি গুলি চালিয়েছে বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে রাতেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে । পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

রাজু ঘোষ পেশায় বিল্ডার্স ব্যবসায়ী ৷ তিনি এলাকায় মূলত সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত । শান্তনু রায় বেশিরভাগ সময়েই তাঁর সঙ্গেই থাকেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শ্রীনগর শিব মন্দির এলাকায় একটি ঘরের মধ্যে অনুগামীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন রাজু । রাত আনুমানিক বারোটা নাগাদ সেখানে চড়াও হয় 5 থেকে 7 জনের একটি সশস্ত্র দুষ্কৃতীর দল । তাদের ঘিরে ধরে একের পর এক বোমা এবং গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । রাজু ও শান্তনু দু'জনেরই গুলি লাগে । রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে ৷

আরও পড়ুন : সময়ের আগেই সিবিআই দফতরে হাজির অনুব্রত

স্থানীয়রা জানান, কমপক্ষে 8 থেকে 9 রাউন্ড গুলি চলে এবং অনেকগুলি বোমার আওয়াজ পাওয়া গিয়েছে এলাকায় । রাজু’র অনুগামীদের অভিযোগ, বোচা ও মিনটা নামে দুই দুষ্কৃতীর নেতৃত্বেই হামলা চলেছে । হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সিতাংশু দাস বলেন, "ভারতীয় জনতা পার্টি সর্বত্র এটা ঘটাচ্ছে । ফলে এই ঘটনাও তাদের ঘটানোর সম্ভাবনা আছে ৷" যদিও এই বিষয়ে এখন বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.