ETV Bharat / state

Fack Call Center: কল সেন্টার খুলে ঋণ দেওয়ার নামে প্রতারণা, চক্রের পাণ্ডা সহ গ্রেফতার 10

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:58 PM IST

Etv Bharat
Etv Bharat

ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণার অভিযোগে ধৃত 10 ৷ আজই অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বনগাঁ, 26 সেপ্টেম্বর: জনপ্রিয় কোম্পানির নাম নিয়ে ফোন করে ঋণের টোপ ৷ সেই ফাঁদে পা দিতেই প্রতারণার শিকার হলেন এক ব্য়ক্তি ৷ সেই অভিযোগের ভিত্তিতে সোমবার প্রতারণা চক্রের পাণ্ডা-সহ 10 জনকে গ্রেফতার করল উত্তর 24 পরগণা বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ কল সেন্টার খুলে প্রতারণা চক্র চালানোর অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ৷ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তদের ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2022 সালের প্রথম দিকে বাগদার বাসিন্দা শ্রীনাথ বিশ্বাসের কাছে একটি ফোন আসে । ফোন করে তাঁকে স্বল্প সুদে সাড়ে ছয় লক্ষ টাকা লোন দেওয়া কথা জানানো হয় । এই ঋণ পেতে গেলে ওই ব্যক্তিকে ফি বাবাদ কিছু টাকা দিতে হবে বলে জানানো হয় ওই সংস্থার পক্ষ থেকে । অভিযোগ, এর পরই বিভিন্ন ধাপে ধাপে তাঁর কাছ থেকে 2 লক্ষ 23 হাজার 886 টাকা নেয় ওই সংস্থা । কিন্তু লোন দেওয়ার সময় বিভিন্ন ভাবে তাঁকে ঘোরানো হয় । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চলতি বছরের 12 জানুয়ারি বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ পার্ক স্ট্রিট এলাকায় হানা দিয়ে 10 জনকে গ্রেফতার করে পুলিশ । যার মধ্যে পাঁচজন মহিলা এবং পাঁচজন পুরুষ । ধৃতদের কাছ থেকে কম্পিউটার, হার্ডডিস্ক ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে । পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এই চক্র 45 থেকে 50 লক্ষ টাকার প্রতারণা করেছে।

আরও পড়ুন: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশিদের সঙ্গে প্রতারণা, সেক্টর ফাইভ থেকে গ্রেফতার 20

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তরা কলকাতার বিভিন্ন জায়গায় অফিস ভাড়া নিয়ে এই প্রতারণার কাজ করত । বিষয়ে জানাননি হয়ে গেলে সেখানের অফিস বন্ধ করে ফের অন্য যায়গায় অফিস খুলে প্রতারণার কাজ করত । পার্ক স্ট্রিট এলাকায় অফিস খুলে প্রায় দুই মাস ধরে এই প্রতারণার কাজ করছে তারা । তদন্তকারীদের ধারণা এই প্রতারণার টাকার পরিমাণ আরও কয়েক গুন বাড়তে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.