ETV Bharat / state

সন্দেশখালির ন্যাজাটে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত 1

author img

By

Published : Jan 14, 2021, 8:28 PM IST

সন্দেশখালির ন্যাজাটে মেছো ভেড়ি দখল নিয়ে প্রকাশ্যে গুলি । আহত এক মেছো ভেড়ির মালিক । কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

সন্দেশখালির ন্যাজাটে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত 1
সন্দেশখালির ন্যাজাটে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত 1

ন্যাজাট, 14 জানুয়ারি : মেছো ভেড়ির দখল নিয়ে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা । আজ প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালির ন্যাজাটে । পুলিশি টহল শুরু হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ন্যাজাটের তালতলা গ্রামের বাসিন্দা বছর ছত্রিশের যুবক সুন্নত আলি জখম হন । তিনি তৃণমূলের সক্রিয় কর্মী । মাছের ভেড়ি রয়েছে তাঁর । আজ ভেড়িতে কাজ করার সময় সুন্নতকে 6-7 জনের একটি সশস্ত্র দুষ্কৃতীর দল এলোপাথারি গুলি চালায় । তাতে সুন্নতের ডান পায়ে 4 টি ও বাম পায়ে 5 টি গুলি লাগে । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন : দুর্ঘটনায় জখম যুবকের চিকিৎসার জন্য দেওয়া হল স্বাস্থ্যসাথীর কার্ড, খুশি পরিবার

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুন্নতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে চিকিৎসকরা তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে । সুন্নতের পরিবারের দাবি, বাচ্চা খোকন নামে এক দুষ্কৃতী তার দলবল নিয়ে পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করেছে । ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সুন্নতের পরিবার ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা বাসন্তী হাইওয়ে সংলগ্ন ন্যাজাটের বাসিন্দা বয়ারমারী গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায় সুন্নতের মেছো ভেড়ি রয়েছে । আর এই মেছো ভেড়ি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই সুন্নতের সঙ্গে বাচ্চা খোকনের লড়াই চলছে । আজ বাচ্চা খোকনের অনুগামীরা সুন্নতকে আক্রমণ করে । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.