ETV Bharat / state

পাচারের আগেই 558 বোতল ফেন্সিডিল উদ্ধার BSF-এর

author img

By

Published : Nov 6, 2020, 4:00 PM IST

Phensedyl
Phensedyl

মালদার চরিঅনন্তপুর BOP সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী । উদ্ধার ফেন্সিডিল ।

মালদা, 6 নভেম্বর : বাংলাদেশে পাচারের আগে 558 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করল BSF । গতরাতে মালদার চরিঅনন্তপুর BOP সংলগ্ন এলাকা থেকে উদ্ধর করা হয় ফেন্সিডিলের বোতলগুলি। তবে পাচারকারীরা পলাতক। ইতিমধ্যেই উদ্ধার হওয়া মাদক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

BSF-র তরফে আজ একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের চরিঅনন্তপুর BOP সংলগ্ন এলাকা থেকে গতরাতে 558 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন সীমান্তে কর্মরত BSF-র 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । মূলত গতরাতে কয়েকজনকে হাতে কাগজের বাক্স নিয়ে কাঁটাতারের দিকে যেতে দেখেন কর্মরত BSF জওয়ানরা । বিষয়টি নজরে আসতেই পাচারকারীদের আটক করতে অভিযান চালানো হয় । তখনই মাদক ফেলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় পাচারকারীরা । তল্লাশি চালিয়ে দুই পেটি ফেন্সিডিল উদ্ধার করেন জওয়ানরা।

অপরদিকে, ওই রাতেই সীমান্ত সংলগ্ন এলাকায় পাচারকারীদের একাধিক গোপন ডেরায় অভিযান চালায় BSF । আর তাতেই মেলে সাফল্য । সব মিলিয়ে দুই অভিযানে 558 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে BSF। যার বাজারমূল্য 94 হাজার 687 টাকা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.