ETV Bharat / state

Purulia Scheme to prevent Malnutrition : অপুষ্টিতে ভোগা মায়েদের হাতে হাঁসের ছানা তুলে দিলেন জেলাশাসক

author img

By

Published : Dec 4, 2021, 2:14 PM IST

পুরুলিয়ায় অপুষ্টিতে ভুগছে অনেক বাচ্চা, মায়েরা ৷ এমনকি অপুষ্টিতে ভুগে মারা গিয়েছে একটি বাচ্চা ৷ তাই এভাবে শিশু মৃত্যু রুখতে বিশেষ পদক্ষেপ করল জেলাপ্রশাসন (Purulia Scheme to prevent Malnutrition) ৷

Purulia Scheme for Malnutrition
অপুষ্টিতে ভোগা মায়েদের হাতে হাঁসের ছানা

পুরুলিয়া, 4 ডিসেম্বর : শুরু হল অপুষ্টিতে ভোগা শিশু ও মায়েদের চিহ্নিতকরণের কাজ । দিন তিনেক আগে পুরুলিয়ার সাতুরি থানার ঢেকশিলা এলাকায় অপুষ্টিতে ভুগে এক শিশুর মৃত্যু হয় (Child Death in Purulia) । তারপরই রঘুনাথপুরের মহকুমাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানিয়েছিলেন, অপুষ্টিতে শিশু মৃত্যু রোধে পুরুলিয়া জেলাপ্রশাসন একগুচ্ছ পরিকল্পনা নেবে । সেই মতো শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে একটি সাংবাদিক বৈঠকে 'উত্থান' প্রকল্পের কথা ঘোষণা করা হয় । আজ থেকে শুরু হল জেলা প্রশাসনের সেই কর্মসূচি (Purulia Scheme to prevent Malnutrition) ৷

আজ দুবরা পঞ্চায়েতের ভালগোরাতে অপুষ্টিতে ভোগা মায়েদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন জেলাশাসক, সঙ্গে ছিলেন রঘুনাথপুরে মহকুমাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য ৷ পুরুলিয়ার পারা ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (Block Primary Health Centre, BPHC) পুষ্টিকেন্দ্রে (Nutritional Rehabilitation Centre) গুরুতর অপুষ্টিতে ভুগছে এমন শিশু ও তাদের মায়েদের সঙ্গে দেখা করেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ তিনি শিশুদের পুষ্টি সম্পর্কিত বিবিধ বিষয় নিয়ে সকলকে সচেতন করেন ।

আরও পড়ুন : Child Death in Purulia : অপুষ্টিতে শিশু মৃত্যু, তড়িঘড়ি বৈঠকে পুরুলিয়া জেলা প্রশাসন

পাশাপাশি 'উত্থান' কর্মসূচির মাধ্যমে পারা ব্লকের পুষ্টিকেন্দ্রে (Nutritional Rehabilitation Centre, NRC) মডেল পুষ্টিবাগান তৈরির নির্দেশ দিলেন জেলাশাসক । মায়েরা যাতে নিজেদের বাড়িতেই পুষ্টিগুণ সমৃদ্ধ 'নিউট্রিমিক্স' (Nutrimix) তৈরি করতে পারেন, সে বিষয়ে মায়েদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানালেন তিনি ।

পুরুলিয়ার দুবরা পঞ্চায়েতে অপুষ্টিতে ভোগা মায়েদের হাতে হাঁসের বাচ্চা তুলে দিলেন জেলাশাসক

এছাড়া এই প্রকল্পে অপুষ্ট শিশুদের মায়েদের 10 টি করে হাঁসের বাচ্চা, পেঁপে, লেবু, পেয়ারার চারা দেওয়া হল ৷ 100 দিনের কাজের মাধ্যমে তাঁদের বাড়িতে জিওল মাছ চাষের জন্য 'ট্যাঙ্ক ফিশারি প্রজেক্ট'-এর (Tank Fishery Project) ব্যবস্থা করে দেওয়া হবে ৷ এ বিষয়ে মায়েদের অবগত করেন জেলাশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.