ETV Bharat / state

Cyber Fraud in Purulia: ফের পুরুলিয়ায় সাইবার প্রতারণা ! কেওয়াইসি আপডেটের নামে উধাও 3 লক্ষ টাকা

author img

By

Published : Aug 13, 2023, 7:49 PM IST

Cyber Fraud in Name of KYC Update: ব্যাংকের তথ্য আপডেট করার নামে ফোন ৷ ওটিপি দিতেই অ্যাকাউন্ট থেকে উধাও তিন লক্ষ টাকা ৷ পুলিশে প্রতারণা অভিযোগ দায়ের করলেন পুরুলিয়ার ওই বাসিন্দা ৷ জনসাধারণকে আরও সচেতন হতে বললেন অতিরিক্ত পুলিশ সুপার ৷

Cyber Fraud in Purulia
সাইবার প্রতারণা

পুরুলিয়া, 13 অগস্ট: কয়েকদিন আগেই ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করানোর নাম করে আট লক্ষ টাকা খুইয়ে ছিলেন পুরুলিয়া জেলার ঝালদা শহরের এক ব্যক্তি । আবার একই কায়দায় প্রতারণার অভিযোগ উঠল এই জেলায় । এবার তিন লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ ৷

রবিবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার রাঙাডি গ্রামের বাসিন্দা মানিকচন্দ্র সিং এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি অভিযোগ করেন, গত 27 জুলাই সকালে তাঁর ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে । যাতে ওই ব্যক্তি নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দেন ৷ ফোনের ওপারের ব্যক্তি জানান যে মানিকের ব্যাংকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে ৷ না হলে পরে তাঁকে অনেক টাকা ফাইন দিতে হবে । ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে অভিযোগকারী নিজের প্যান কার্ড নম্বর, মোবাইল ফোনে ও ইমেলে আসা ওটিপি এবং নিজের কার্ডের তথ্য তাকে জানিয়ে দেন ।

আরও পড়ুন: সাইবার প্রতারণার শিকার প্রাক্তন পুলিশ কর্তার ছেলে, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, আর এরপরই টাকা কেটে নেওয়ার মেসেজ পান মানিক । সেইদিনই ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে লোন নেওয়া হয়েছে ৷ যার মূল্য চার লক্ষ 90 হাজার টাকা ৷ এমনকী সেখান থেকে ধাপে ধাপে তিন লক্ষ 31 হাজার টাকা কেটে নেওয়া হয়েছে । এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ । এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ) চিন্ময় মিত্তল বলেন, "দিন দিন নিত্য নতুন ফাঁদ পাতছেন প্রতারকরা । আমরা যদিও প্রায়ই জনসাধারণকে সচেতন করার জন্য শিবির করে থাকি । কিন্তু এক্ষেত্রে জনসাধারণকে আরও সচেতন হতে হবে । কোনওভাবেই নিজস্ব তথ্য অচেনা অজানা ব্যক্তিকে জানাবেন না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.