ETV Bharat / state

Purulia HS Candidate : প্রসব যন্ত্রণা সহ্য করে হাসপাতালেই উচ্চমাধ্যমিক, পরীক্ষা শেষে সরস্বতীর কোলে এল কন্যা সন্তান

author img

By

Published : Apr 2, 2022, 10:29 PM IST

পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পরেই প্রসব যন্ত্রণা শুরু হয় সরস্বতী মাহাতোর (HS candidate from Purulia Saraswati Mahato) ৷ ভর্তি করা হয় হাসপাতালে ৷ সেখানেই পরীক্ষা দেন এই পরীক্ষার্থী ৷

Purulia News
প্রসব যন্ত্রণা সহ্য করে হাসপাতালেই উচ্চমাধ্যমিক, পরীক্ষা শেষে সরস্বতীর কোলে এল কন্যা সন্তান

পুরুলিয়া, 2 এপ্রিল : প্রসব যন্ত্রণা সহ্য করেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী, পরে জন্ম দিলেন এক কন্যা সন্তানেরও ৷ পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত খটকাডি গ্রামের বাসিন্দা সরস্বতী মাহাতো ৷ বাঘমুন্ডি গার্লস হাইস্কুলের এই ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Candidate from Purulia) ৷ এক বছর আগে তাঁর বিয়ে হয় ৷ সাংসার সামলেই এতদিন নিজের পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন সরস্বতী ৷ শনিবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ এদিন প্রসব যন্ত্রনা সহ্য করেই পরীক্ষা দেন সরস্বতী ৷

আরও পড়ুন : দুরু দুরু বুকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পড়ুয়ারা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য হোম সেন্টারে পৌঁছনোর পরেই প্রসব যন্ত্রণা শুরু হয় সরস্বতী মাহাতোর ৷ দ্রুত তাঁকে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সরস্বতী জানান প্রসব যন্ত্রণা সহ্য করেই তিনি পরীক্ষা দিতে চান ৷ স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেখানেই তাঁর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ স্বাস্থ্য কেন্দ্রের বেডে বসেই বাংলা পরীক্ষা দেন এই তিনি ৷ পরীক্ষার প্রায় শেষ পর্বে ফের প্রসব যন্ত্রণা ওঠে সরস্বতীর ৷ লিখিত পরীক্ষা দেওয়ার পর এই 'জীবন পরীক্ষা'তেও পাশ করেছেন সরস্বতী ৷ জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.