ETV Bharat / state

Head Master Arrested: স্কুল ভবন নির্মাণের 20 লক্ষ টাকা উধাও, গ্রেফতার প্রধান শিক্ষক

author img

By

Published : Feb 21, 2023, 2:29 PM IST

স্কুল ভবন নির্মাণের জন্য থাকা 20 লক্ষ টাকা উধাও অ্যাকাউন্ট থেকে ৷ টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক (Head Master Arrested) ৷

Head Master Arrested
টাকা তছরুপ

পুরুলিয়া, 21 ফেব্রুয়ারি: স্কুল ভবন নির্মাণের প্রায় 20 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে উধাও । ঘটনায় গ্রেফতার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Head master arrested for siphoning ) । ঘটনাটি ঘটেছে মানবাজার 1 নম্বর ব্লকের বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ে । জানা গিয়েছে, স্কুল ভবন নির্মাণের জন্য 2014-15 সালে প্রায় 15 লক্ষ টাকা মঞ্জুর হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয় । এতদিনে সুদ সমেত সেটি 20 লক্ষ টাকা হয়েছিল ।

বর্তমানে 80 হাজার টাকা রয়েছে ওই অ্যাকাউন্টে । ঘটনায় টাকা তছরুপের অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনার পর থেকেই দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব মণ্ডল । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নামে ৷ সোমবার রাতে গ্রেফতার করা হয় প্রধান শিক্ষককে । আজ অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে পুলিশ । জানা গিয়েছে, স্কুল ভবনের টাকা উধাওয়ের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মানবাজার 1 নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সিপিআইএম । এমনকী দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাজার থানায়ও স্মারকলিপি জমা দিয়েছে নাম নেতৃত্ব ।

এ বিষয়ে স্থানীয় সিপিআইএম নেতা প্রদীপ চৌধুরী বলেন, "স্কুল ভবনের জন্য টাকা বরাদ্দ হওয়ার পর সেই টাকা খরচ না-করে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে । তাই দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।" এলাকার বাসিন্দা স্বপন কুমার বাউরি জানান, 2014 সালে স্কুল ভবন নির্মাণের জন্য টাকা মঞ্জুর করা হয় । সেই মতো স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় । জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি সমস্যা ছিল স্কুল ভবন নির্মাণ নিয়ে । পরবর্তীকালে এই সমস্যা মিটে যায় এবং সকলে স্কুল ভবন নির্মাণের জন্য উদ্যোগী হয় ৷ কিন্তু তখন জানা যায় অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে । এই ঘটনায় তিনিও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন । আজ সোমবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে পুলিশ । যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক প্রণব মণ্ডল এ বিষয়ে কিছু বলতে চাননি ।

আরও পড়ুন: 90 কোটি জালিয়াতির অভিযোগ, ফের সিবিআইয়ের জালে তৃণমূল নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.