ETV Bharat / state

Jhalda Murder Case : ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে ভাষাগত সমস্যায় বিপাকে সিবিআই

author img

By

Published : Apr 13, 2022, 8:20 PM IST

গত 13 মার্চ পুরুলিয়ার ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয় (Jahlda Congress Councilor Murder Case) ৷ পরে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সেই তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা ৷ কিন্তু তদন্তকারীদের ঝালদায় ভাষাগত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে (CBI Facing Language Problem in Jhalda Murder Case Investigation) ৷

cbi-facing-language-problem-in-jhalda-murder-case-investigation
Jhalda Murder Case : ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে ভাষাগত সমস্যায় বিপাকে সিবিআই

কলকাতা, 13 এপ্রিল : বীরভূমের বগটুই কাণ্ডে সিবিআইয়ের যে আধিকারিকরা তদন্ত করছিলেন, তাঁদের একটা বড় অংশকে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার (Jahlda Congress Councilor Murder Case) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নিজাম প্যালেস সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ কিন্তু তদন্তে নেমে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই তদন্তকারীদের ৷ সিবিআই সূত্রে এই খবরও মিলেছে ৷

ওই সূত্রের দাবি, সবচেয়ে বেশি ভাষাগত সমস্যা হচ্ছে (CBI Facing Language Problem in Jhalda Murder Case Investigation) ৷ পুরুলিয়ার স্থানীয় ভাষার সঙ্গে সড়গড় নন ওই সিবিআই আধিকারিকরা ৷ ফলে গ্রামবাসী, প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়ার ক্ষেত্রে তাঁরা সমস্যায় পড়ছেন ৷ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সেদিন ঘটনায় সঠিক কী হয়েছিল, তা জানতে সিবিআই আধিকারিকদের একেবারে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করার চেষ্টা করেন । তবে সেই কাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে তদন্তকারী আধিকারিকদের কাছে । আর সেক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের ।

কেন এমন হচ্ছে ? সিবিআই সূত্রে খবর, বেশিরভাগ আধিকারিক বাংলার বাইরের ৷ তাই তাঁদের ভাষাগত সমস্যা তদন্তের অন্যতম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ৷ আপাতত এই সমস্যার সমাধান কীভাবে মিলবে, তা খুঁজতেই ব্যস্ত কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা ৷

আরও পড়ুন : Tapan Kandu Murder Case : তপন কান্দু খুনে গ্রেফতার সত্যবানের 4 দিনের সিবিআই হেফাজত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.