ETV Bharat / state

আদালত চত্বরে সবুজায়ন ধ্বংস করে নির্মাণ রুখতে অবস্থান বিক্ষোভে বার অ্যাসোসিয়েশন

author img

By

Published : Aug 4, 2021, 1:11 PM IST

পুরুলিয়া জেলা আদালত
পুরুলিয়া জেলা আদালত

আদালতে খোলামেলা জায়গার অভাব ৷ যেটুকু আছে তাতেও কর্তৃপক্ষ নির্মাণ কাজ শুরু করতে চাইছে ৷ এরই প্রতিবাদে পুরুলিয়া জেলা আদালতে অবস্থান বিক্ষোভে বসলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷

পুরুলিয়া, 4 অগস্ট : সবুজায়ন ধ্বংস করে নির্মাণ কাজ রুখতে মঙ্গলবার আদালত চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ বিচারকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ-সহ একাধিক অভিযোগে এদিন বিক্ষোভে সামিল হন তাঁরা ৷

পুরুলিয়া জেলা আদালত চত্বরে বিভিন্ন প্রতিবাদমূলক ব্যানার পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা । একইসঙ্গে জেলা আদালত চত্বরে জনসাধারণের জন্য পানীয় জল ও শৌচালয়ের দাবিতেও সরব হন তাঁরা ।

প্রসঙ্গত, তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে তৈরি হয় পুরুলিয়া জেলা আদালত । সেই সময়ে তৈরি হওয়া পুরোনো আদালত ভবনের অবস্থা বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে । তাই সম্প্রতি ওই আদালত চত্বরেই বিশালাকার নতুন ভবন তৈরি করা হয় । ফলে আদালত চত্বরে ফাঁকা ও খোলামেলা জায়গার অভাব দেখা দিয়েছে । এই অবস্থায় ওই সামান্য ফাঁকা জায়গাতেও ফের একটি ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন : একগুচ্ছ দাবিতে পুরুলিয়ায় বিডিওকে ডেপুটেশন বাম সংগঠনের

বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, জায়গার অভাবে তাঁরা ও আদালতে আসা সাধারণ মানুষদের যানবাহন রাখার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে । সাধারণ মানুষের বিশ্রামের জন্য কোনও জায়গা নেই, নেই জনসাধারণের জন্য শৌচালয় ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা । এইসব বিষয়গুলি ঠিক না করে ফাঁকা জায়গায় অকেজো ভবন তৈরির পরিকল্পনা করছে আদালত কর্তৃপক্ষ । ফলে দিন দিন আদালত চত্বরের পরিবেশ নষ্ট হচ্ছে ।

সবুজায়ন ধ্বংস করে নির্মাণকার্যের বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভে বার অ্যাসোসিয়েশন

নতুন করে আদালত চত্বরে নির্মাণ কাজ বন্ধ, জনসাধারণের জন্য শৌচালয় ও পানীয় জলের সমস্যার সমাধান-সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হন তাঁরা । সমস্ত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.