ETV Bharat / state

একগুচ্ছ দাবিতে পুরুলিয়ায় বিডিওকে ডেপুটেশন বাম সংগঠনের

author img

By

Published : Jul 26, 2021, 8:13 PM IST

সোমবার একগুচ্ছ দাবিতে পুরুলিয়া বিডিও'র কাছে ডেপুটেশন জমা দিলেন চারটি বাম সংগঠনের সদস্যরা ৷ ডেপুটেশনে মোট 15টি দাবির কথা বলা হয়েছে ৷ 100 দিনের কাজের প্রকল্প, কৃষক ভাতা ইত্যাদির কথা বলা হয়েছে ডেপুটেশনে ৷

পুরুলিয়ায় বিডিওকে ডেপুটেশন সিপিআইয়ের
পুরুলিয়ায় বিডিওকে ডেপুটেশন সিপিআইয়ের

পুরুলিয়া, 26 জুলাই : একগুচ্ছ দাবিতে বিডিওকে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা এবং আরও তিনটি বাম সংগঠন ৷ সোমবার পুরুলিয়া ব্লকের বিডিওকে ডেপুটেশন দিলেন পুরুলিয়া 1 নম্বর কমিটির সদস্যরা ৷

ডেপুটেশনে যে দাবিগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল, 100 দিনের কাজের প্রকল্পে 200 দিন কাজ দিতে হবে ৷ মাটি কাটার কাজে জেসিবি নয়, শ্রমিকদের দিয়ে কাজ করাতে হবে ৷ সব কৃষককে ভাতা প্রদান করতে হবে এবং জুড়ি জঙ্গলের জমি মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে হবে ৷ এই দাবির পাশাপাশি আরও 15 দফা দাবি রাখা হয় বিডিও'র কাছে ৷ এদিন সারা ভারত কৃষক সভার পুরুলিয়া 1 নম্বর কমিটি এবং আরও তিনটি সংগঠন এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করে ৷

এ-প্রসঙ্গে সারা ভারত কৃষক সভার পুরুলিয়া 1 নম্বর কমিটির সম্পাদক ধনঞ্জয় মাহাতো বলেন, "কৃষি বিল বাতিল-সহ কৃষকদের সুবিধার্থে আজ আমরা একগুচ্ছ দাবি নিয়ে বিডিও'র দ্বারস্থ হয়েছিলাম ৷ বিডিও সাহেব আমাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ পাশাপাশি ব্লকের বিপরীত পাশের জুড়ি জঙ্গলের সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে ৷ তার দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ৷ এই জমি দখলের কারণ আমরা জানতে চাই ৷ না হলে পরবর্তীতে আমরা আরও জোরদার আন্দোলনে সামিল হব ৷"

আরও পড়ুন : Teacher Recruitment : শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বাম ছাত্র-যুব সংগঠনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.