ETV Bharat / state

Jhalda Murder Case : ঝালদাকাণ্ডে 5 অভিযুক্তের ফের 14 দিনের জেল হেফাজত

author img

By

Published : May 11, 2022, 1:33 PM IST

ঝালদাকাণ্ডে 5 অভিযুক্তকে বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক (Jhalda Murder Case) । গ্রেফতার হওয়া আশিক খানকে জেলে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় সিবিআই । আদালত সেই আবেদনের অনুমতি দেন ।

Another 14 days judicial custody of Five accused in Jhalda murder case
Jhalda Murder Case

পুরুলিয়া, 11 মে : ঝালদাকাণ্ডে 5 অভিযুক্তকে আগেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ৷ জেল হেফাজতে থাকার পর নরেন কান্দু, দীপক কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিককে বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুনরায় তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক (Another 14 days judicial custody of Five accused in Jhalda murder case)। পাশাপাশি সিবিআই এদিন আদালতে এই ঘটনায় গ্রেফতার হওয়া আশিক খানকে জেলে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় । আদালত সেই আবেদনের অনুমতি দেন ।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার গ্রেফতার করা হয়েছিল এই পাঁচ অভিযুক্তদের । তারপর অভিযুক্তদের জেল হেফাজত হয় । অভিযুক্তদের জেল হেফাজতের সময়সীমা পূরণ হলে বুধবার ফের অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । সকল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার । ফের অভিযুক্ত আশিক খানকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই । এর আগে গত 4 মে ধৃত দীপক কান্দুকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (Jhalda Murder Case)।

প্রসঙ্গত, 13 মার্চ বিকেলে গুলিবিদ্ধ হন পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Councillor Murder Case) ৷

আরও পড়ুন : Jhalda Murder Case : ফের ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.