ETV Bharat / state

শিক্ষারত্ন সম্মান পুরুলিয়ার 5 শিক্ষক ও অধ্যাপককে

author img

By

Published : Sep 5, 2020, 7:22 PM IST

Updated : Oct 21, 2022, 2:56 PM IST

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পুরুলিয়ার পাঁচজন শিক্ষক ও অধ্যাপককে ৷

5 teachers and proffessors from purulia got shiksharatna award on teacher's day
শিক্ষক দিবসে পুরুলিয়ার 5 শিক্ষক ও অধ্যাপক পেলেন " শিক্ষারত্ন " পুরস্কার

পুরুলিয়া, 5 সেপ্টেম্বর : আজ 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস ৷ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য "শিক্ষারত্ন" পুরস্কার পেলেন পুরুলিয়ার 4 শিক্ষক ও অধ্যাপক ৷ আরও এক অধ্যাপক এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কিন্তু, তিনি অনুপস্থিত থাকায় তাঁকে পরে পুরস্কার তুলে দেওয়া হবে। জেলাশাসক কার্যালয়ের সেমিনার হলে তাঁদের পুরস্কৃত করা হয়। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের পুরস্কৃত করেন জেলাশাসক রাহুল মজুমদার।

পুরুলিয়া 2 নম্বর ব্লকের লক্ষ্মণডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ওঝা, পুরুলিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক বারিদবরণ মিশ্র, পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের HOD সুব্রত রাহা এবং পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় এবছর রাজ্য সরকারের বিশেষ সম্মান "শিক্ষারত্ন" পুরস্কার পান ৷ অনুপস্থিত ছিলেন রসায়নের অধ্যাপক দেবাশিস ঢাক।

31 বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত বারিদবরণ মিশ্র ৷ তাঁর এই সম্মান শিক্ষকতার নেশাকে আরও উৎসাহিত করে তুলবে বলে আশাবাদী তিনি । অবসর জীবনেও শিক্ষকতায় ব্রত থাকবেন বলে সংকল্প নিয়েছেন বারিদবাবু ৷ অন্যদিকে, 1999 সালে চাকরিতে যোগ দেন তপনবাবু ৷ পুরুলিয়ার উচালি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ৷ পরে 2005 সালে পুরুলিয়া 2 নম্বর ব্লকের লক্ষ্মণডি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন ৷ পরবর্তী সময়ে 2017 সালে ওই স্কুলেরই প্রধান শিক্ষক হন তপনবাবু ৷ বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় পড়ুয়াদের স্কুলমুখী করার কাজে বিশেষ অবদান রয়েছে তাঁর ৷ পাশাপাশি, তাঁর উদ্যোগে বিদ্যালয়ে এসেছে নির্মল বিদ্যালয় পুরস্কার ৷ এলাকায় শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি বলে জানা গেছে ৷

Last Updated : Oct 21, 2022, 2:56 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.